X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

২৫ লাখ টাকার গৌরমতি আম বিক্রির আশা শাহীনের

এনায়েত করিম বিজয়, টাঙ্গাইল
১৩ আগস্ট ২০২৩, ১১:২৩আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১১:২৩

টাঙ্গাইলের সখীপুরে নতুন জাতের গৌরমতি আম চাষ করে সফল হয়েছেন যুবক শাহীন আহমেদ। ভালো ফলন এবং অন্যান্য জাতের আমের মৌসুম শেষ হওয়ার পরে এই আম পাকায় চড়া দামে বিক্রির আশা করছেন এই তরুণ উদ্যোক্তা। এবার প্রথম মৌসুমে ২৫ থেকে ২৬ লাখ টাকার আম বিক্রির প্রত্যাশা করছেন তিনি। তার দেখাদেখি নতুন জাতের গৌরমতি আম চাষে অনেকেই আগ্রহী হয়ে উঠছেন। এই আম চাষে তাকে সব ধরনের সহযোগিতা করেছে কৃষি বিভাগ।

জানা যায়, প্রায় আট বছর আগে লন্ডনে পড়াশোনা শেষ করে দেশে ফিরে প্রথমে পেয়ারার বাগান করেন সখীপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহীন আহমেদ। পেয়ারার বাগান থেকে বেশ সফলতাও পান তিনি। এরপর প্রায় তিন বছর আগে নাটোর মহিলা কলেজের শিক্ষক কৃষিবিদ গোলাম মওলাকে সঙ্গে নিয়ে তিনি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের দেওয়ানচালা এলাকায় পাঁচ একর জমিতে গৌরমতি আমের বাগান করেন। টপ কাটিং পদ্ধতিতে এই পাঁচ একর জমিতে এক হাজার ৭০০ আমের চারা লাগানো হয়। এর মধ্যে এক হাজার গাছে আম এসেছে। অসময়ে হওয়া এই গৌরমতি আম আগামী ১৫ আগস্টের পর থেকে বাজারজাত করা হবে।

আগামী ১৫ আগস্টের পর থেকে এই আম বাজারজাত করা হবে তরুণ উদ্যোক্তা শাহীন বলেন, ‘বিদেশে পরাধীন জীবন। সেখানে কাজ করতে হয় অন্যের অধীনে। নতুন কিছু করার চিন্তা থেকেই এই আমবাগান করেছি। মূলত ইউটিউব দেখে আমবাগান করতে উদ্বুদ্ধ হই। পাঁচ একর জমিতে এক হাজার ৭০০ আমের চারা লাগানো হয়েছে। এ পর্যন্ত আমার প্রায় ২৫ লাখ টাকা খরচ হয়েছে। এবার প্রথম পর্যায়ে ২৫ থেকে ২৬ লাখ টাকার আম বিক্রির প্রত্যাশা করছি। পরবর্তী বছর থেকে আমার পুরোটাই লাভ হবে।’

তিনি আরও বলেন, ‘প্রায় প্রতিদিনই বাগানটি দেখতে মানুষ আসছে। অনেকেই বাগান করার আগ্রহ প্রকাশ করছেন। আমিও তাদের আরও উৎসাহিত করছি। ভালোভাবে এই আমবাগান করতে পারলে অনেক লাভবান হওয়া যাবে।’

শাহীনের এই আমবাগান প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মণ বলেন, গৌরমতি নাবি জাতের অত্যন্ত সুমিষ্ট আম। বাগানে প্রায় ৩৫ হাজার আমে ফুড ব্যাগিং করা হয়েছে। এটি নিরাপদ ও বিষমুক্ত আম। অসময়ে হওয়ায় এই তরুণ উদ্যোক্তা চড়া দামে আম বিক্রি করতে পারবেন। কৃষি বিভাগ থেকে  তাকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। তার দেখাদেখি আরও অনেকেই গৌরমতি আম চাষে আগ্রহ প্রকাশ করছেন।’

/এমএএ/
সম্পর্কিত
হিমাগারে আলু সংরক্ষণের মূল্য নিয়ে দ্বন্দ্বের অবসান, ভাড়া নির্ধারণ
হিমাগার ভাড়া বাড়ানোর প্রতিবাদে আলুচাষি-ব্যবসায়ীদের বিক্ষোভ
জাগ দেওয়ার পানির সংকটে পাট চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক
সর্বশেষ খবর
সাবেক পুলিশ সুপার আরিফুর সাময়িক বরখাস্ত
সাবেক পুলিশ সুপার আরিফুর সাময়িক বরখাস্ত
অনুমোদন ছাড়া আমদানি মোটরসাইকেল রেজিস্ট্রেশন করলে ব্যবস্থা
অনুমোদন ছাড়া আমদানি মোটরসাইকেল রেজিস্ট্রেশন করলে ব্যবস্থা
ছিটকে গেলেন মহারাজ, দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে মুল্ডার
ছিটকে গেলেন মহারাজ, দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে মুল্ডার
ইউনিয়ন পরিষদে ব্যবসায়ীকে হত্যা
ইউনিয়ন পরিষদে ব্যবসায়ীকে হত্যা
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
বাসা থেকে বিচারকের স্ত্রীর লাশ উদ্ধার
বাসা থেকে বিচারকের স্ত্রীর লাশ উদ্ধার