X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

ফেনী নদীতে একরাতে ধরা পড়েছে ছয় মণ বড় ইলিশ

ফেনী প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৩, ১৭:২১আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১৭:২১

ফেনীর সোনাগাজী উপজেলার বড় ও ছোট ফেনী নদীতে জেলেদের জালে ধরা পড়েছে আড়াই ও দুই কেজির ৫০টি ইলিশ মাছ। একই সময় আকারে আরেকটু ছোট ইলিশ ধরা পড়েছে ১৫০ কেজি। মঙ্গলবার রাতে সব মিলিয়ে জেলেদের জালে ছয় মণের বেশি ইলিশ ধরা পড়ে।  

বুধবার ভোরে মাছগুলো নদীর তীরে আড়তে নিয়ে নিলামে তুললে তিন জন মাছ ব্যবসায়ী তিন লাখ ৯০ হাজার ৮০০ টাকায় কিনে নেন। পরে বাজারে এনে বড় ৫০টি মাছ এক লাখ ৩৫ হাজার টাকায় বিক্রি করেন ব্যবসায়ীরা। 

স্থানীয়রা জানান, উপজেলার চর খোন্দকার ও আদর্শগ্রাম এলাকার জেলে মানিক মিয়া, সফি উল্লাহ, আবদুল মতিন ও নুর নবী চারটি ট্রলার নিয়ে মঙ্গলবার বিকালে মাছ ধরতে বড় এবং ছোট ফেনী নদীর শেষ প্রান্তে বঙ্গোপসাগরের মোহনায় জাল ফেলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জোয়ার কমতে থাকায় জালে বড় বড় ইলিশ ধরা পড়ে। পাশাপাশি ছোট ইলিশও ধরা পড়ে।   

বড় ফেনী নদীর জেলে আবদুল মতিন জানান, তারা চার জন মিলে ৩ লাখ ৯০ হাজার ৮০০ টাকায় সব ইলিশ মাছ বিক্রি করে দিয়েছেন।   

মাছ ব্যবসায়ী নেয়ামত উল্লাহ বলেন, আড়াই কেজি ওজনের ইলিশ ২ হাজার ২০০ টাকা কেজি দরে, দুই কেজি ওজনের ইলিশ ২ হাজার টাকা কেজি দরে এবং এক কেজি ওজনের ইলিশ এক হাজার ৫০০ টাকা কেজি দরে বিক্রি করছেন। অন্য ইলিশগুলো এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি করেন। 

বাজার থেকে আড়াই কেজি ওজনের দুটিসহ পাঁচটি মাছ ১৫ হাজার ৫০০ টাকা দিয়ে কিনে বাড়ি ফিরছিলেন আবদুর রহিম। তিনি জানান, দীর্ঘ ১০ বছর ধরে তিনি প্রবাসে থাকেন। ছুটিতে দেশে এসেছেন। ইলিশ তার প্রিয় মাছ। বড় ইলিশ দেখে এতগুলো একসঙ্গে কিনেছেন।  

উপজেলার মৎস্য কর্মকর্তা তূর্য সাহা জানান, নদী ও সাগরে বিভিন্ন প্রজাতির মাছের বংশবিস্তার বেড়েছে। সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় স্থানীয় জেলেরা উপকৃত হচ্ছেন। ফলে নদীতে টানা ও বসানো জালে এখন বিভিন্ন প্রজাতির প্রচুর পরিমাণ মাছ ধরা পড়তে শুরু করেছে।

আগামীতে আরও বড় বড় মাছ ধরা পড়বে বলে তিনি আশা করছেন।

/এমএএ/
সম্পর্কিত
৪০ কোটি বছর আগের মাছের রহস্যভেদ করলেন চীনা বিজ্ঞানীরা
স্বস্তি নেই সবজিতে, মাছ-মাংসের উচ্চ দর
নিষেধাজ্ঞা শেষ, এখনও চাল পাননি লক্ষ্মীপুর জেলার ২৮ হাজার জেলে
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই অ্যাডামসকে বিদায় দিলো বিসিবি
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই অ্যাডামসকে বিদায় দিলো বিসিবি
বনশ্রীতে শিশু ধর্ষণের অভিযোগে গৃহকর্তা গ্রেফতার
বনশ্রীতে শিশু ধর্ষণের অভিযোগে গৃহকর্তা গ্রেফতার
ক্রীড়াঙ্গনকে পুনর্জাগরণের উদ্যোগ চলছে: আসিফ মাহমুদ
ক্রীড়াঙ্গনকে পুনর্জাগরণের উদ্যোগ চলছে: আসিফ মাহমুদ
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী