X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

সালিশ বৈঠকে ছুরিকাঘাতে একজন নিহত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫০

দিনাজপুরের বিরামপুরে পারিবারিক সালিশ বৈঠকে ছুরিকাঘাতে ওয়াসিম আলী (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও দুই জন।

শনিবার বিরামপুর থানার ওসি সুব্রত কুমার জানান, শুক্রবার রাতে উপজেলার খানপুর ইউনিয়নের খোসালপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সাত জনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।

নিহত ওয়াসিম খানপুর এলাকার ওয়াজেদ আলীর ছেলে।

আহতরা হলেন– একই গ্রামের দেলোয়ার হোসেন (৩২) ও দবিরুল ইসলাম (৩৬)।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার ফাহমিদা আক্তার জানান, শুক্রবার রাত ১০টার দিকে ছুরিকাঘাতে আহত অবস্থায় তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাদের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা গেছেন। বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার বলেন, ‘গত রাত সাড়ে ৯টায় বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের খোসালপুর গ্রামের পারিবারিক সালিশ বৈঠকে বসে দুই পক্ষ। এ সময় দুই পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে হাতাহাতি শুরু হয়। পরে ঘটনাস্থলে একজনকে ছুরিকাঘাত করে আহত করা হয়। তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বিরামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন নিহতের বাবা। রাতেই সাত জনকে আটক করা হয়েছে।’

তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কী পরিমাণ ভোট পড়লো চার ঘণ্টায়?
কী পরিমাণ ভোট পড়লো চার ঘণ্টায়?
ভোটকক্ষে বসে মোবাইল ব্যবহার, কান ধরে ক্ষমা চাইলেন পোলিং এজেন্ট
ভোটকক্ষে বসে মোবাইল ব্যবহার, কান ধরে ক্ষমা চাইলেন পোলিং এজেন্ট
কেন্দ্রে নারী ভোটারের দীর্ঘ লাইন, বেশি পড়েছে পুরুষ ভোট
কেন্দ্রে নারী ভোটারের দীর্ঘ লাইন, বেশি পড়েছে পুরুষ ভোট
হঠাৎ ক্ষমা চেয়ে ফেরার চিঠি রোমান সানার!
হঠাৎ ক্ষমা চেয়ে ফেরার চিঠি রোমান সানার!
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও