X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

দাদার জন্য তিন চিকিৎসক নাতি-নাতনির ভালোবাসা

কুমিল্লা প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৩, ০৯:৫১আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৯:৫১

কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি গ্রাম আমিরাবাদ। ওই গ্রামের বাসিন্দা হোসেন আলী খান। পেশায় ব্যবসায়ী ছিলেন। সংসারে ছিল পাঁচ ছেলে ও দুই মেয়ে। নাতি-নাতনিতে ঘর ভরা ছিল তার। জীবনের শেষ দিকে তাদের নিয়ে সময় কাটতো বৃদ্ধ হোসেন আলীর। জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন তিনি। কয়েক বছর আগে তিনি প্রয়াত হন। দাদাকে ঘিরে কাটানো শৈশবের সময়গুলো এখনও নাতিদের স্মৃতিতে ভেসে বেড়ায়। তারা চান দাদার মতো মানুষের পাশে দাঁড়াতে। তাই গড়ে তোলেন হোসেন আলী খান ফাউন্ডেশন। এর মাধ্যমে দুস্থদের দিকে সেবার হাত বাড়িয়ে দেন তারা।

সরেজমিন দেখা যায়, নাতি-নাতনিদের মধ্যে খাদিজা আক্তার, মো. কাউসার খান ও মো. সোহেল খান চিকিৎসক। তারা শনিবার গ্রামের বাড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করেন। এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রকাশনা প্রতিষ্ঠান আহমদ পাবলিশার্সের ব্যবস্থাপনা পরিচালক মেছবাহ উদ্দীন আহমদ।

হোসেন আলী খান ফাউন্ডেশনের সদস্য মো. হানিফ খানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমিরাবাদ মেডিক্যাল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. গোলাম মোস্তফা, কৃষি ও পরিবেশ সংগঠক মতিন সৈকত, সংগঠক কাজী মোস্তফা কামাল, সাবেক দুদক কর্মকর্তা ওয়াহিদ জামান, সংগঠক আলী আশরাফ খান, উপাধ্যক্ষ মাওলানা নুরুল আলম খান, জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা খন্দকার আল মামুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন টেকনিক্যাল টিচার আল আমিন খান সুমন, প্রবাসী সাইদুর রহমান খান ইমরান ও কৃষি উপসহকারী কর্মকর্তা মো. সোলায়মান খান প্রমুখ।

ডা. খাদিজা ও ডা. কাউসার বলেন, ‘দাদা আমাদের অনেক ভালোবাসতেন। তার আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে আমরা বিভিন্ন সেবামূলক কার্যক্রম হাতে নিয়েছি। সেগুলোর একটি বিনামূল্যে চিকিৎসাসেবা।’

ডা. কাউসারের বাবা মো. হানিফ খান বলেন, ‘ছেলেমেয়েরা তাদের দাদাকে ভালোবেসে এই উদ্যোগ নিয়েছে। আগামীতে ফ্রি ওষুধ দেওয়ারও পরিকল্পনা আছে। এতে গ্রামের মানুষ চিকিৎসাসেবা থেকে আর বঞ্চিত হবে না।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সরকার রাস্তার জমি উদ্ধার করতে পারে, নদী কেন পারে না?’
‘সরকার রাস্তার জমি উদ্ধার করতে পারে, নদী কেন পারে না?’
মেশিনের আঘাতে গ্যাস লাইনে লিকেজ, ১৫ কারখানার উৎপাদন বন্ধ
মেশিনের আঘাতে গ্যাস লাইনে লিকেজ, ১৫ কারখানার উৎপাদন বন্ধ
প্রথমবারের মতো টেলকো বিমার দাবি নিষ্পত্তি করলো বাংলালিংক ও গার্ডিয়ান
প্রথমবারের মতো টেলকো বিমার দাবি নিষ্পত্তি করলো বাংলালিংক ও গার্ডিয়ান
আফতাবনগরে মীনা বাজারের ৪১তম আউটলেট
আফতাবনগরে মীনা বাজারের ৪১তম আউটলেট
সর্বাধিক পঠিত
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
রণক্ষেত্রে রুশ অগ্রগতি পাল্টে দিতে পারে ইউক্রেন যুদ্ধের গতিপথ
উদ্বিগ্ন হোয়াইট হাউজরণক্ষেত্রে রুশ অগ্রগতি পাল্টে দিতে পারে ইউক্রেন যুদ্ধের গতিপথ
বাবার নির্বাচনি প্রচারণায় নামা মেয়ের গাড়ির ধাক্কায় শিশু নিহত
বাবার নির্বাচনি প্রচারণায় নামা মেয়ের গাড়ির ধাক্কায় শিশু নিহত
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার