রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা ইত্যাদি গলির একটি বাসায় গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে বৃদ্ধ দম্পতিকে আহত করে নগদ টাকা স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৮ জুলাই) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত দম্পতিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ৬টায় স্বামী ইসমাইল হোসেনকে (৮০) কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার স্ত্রী সালেহা বেগমকে (৭৫) রক্তাক্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, আমরা সংবাদ পেয়ে ওই বাসায় গিয়েছিলাম, সেখানে কাউকে না পেয়ে হাসপাতালে এসেছি। তাদের সঙ্গে কথা বলে পরে জানাতে পারবো।
তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে যতটুকু শুনেছি, ইত্যাদি গলির ওই চার তলা বাসার দ্বিতীয় তলায় থাকতেন এই বৃদ্ধ স্বামী-স্ত্রী। ওই বাসায় গ্রিল কেটে প্রবেশ করেছিল কয়েকজন ডাকাত। তারাই তাদের আহত করেছেন। পরে হাসপাতালে বৃদ্ধ স্বামীর মৃত্যু হয়। বর্তমানে তার স্ত্রীর চিকিৎসা চলছে।
নিহতের মেয়ে কদমতলীর রায়েরবাগের বাসিন্দা সালমাসহ সেখানকার লোকজন তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসেন বলেও জানান এসআই।