X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

হারানো ফোন খুঁজতে গিয়ে নিখোঁজ, ২ দিন পর ধানক্ষেতে মিললো লাশ

কুড়িগ্রাম প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৩, ২১:২৮আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ২১:২৮

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজের দুদিন পর ধান ক্ষেত থেকে শাহিন আলম (৩৫) নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার বারাইটারী এলাকার আঙ্গারীয়া সনাতন পাড়ার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মোরশেদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শাহিন আলম উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বারাইটারী  মাজারপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে।

এ ঘটনায় স্থানীয় যুবক শফিকে সন্দেহ করছেন নিহতের পরিবারের সদস্যরা। সে পলাতক থাকায় তার মা সখিনা বেগমকে (৬০) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।

শাহিনের চাচা জুয়েল রানা বলেন,  ‘শাহিন ঢাকায় কাজ করতো। কয়েকদিন আগে সে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে বাড়িতে আসে। ফোনটি এক সপ্তাহ আগে হারিয়ে যায়। আমরা বিভিন্ন সূত্রে জানতে পারি, প্রতিবেশী শফি (৩৫) ফোনটি চুরি করেছে। গত শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে শাহিন তার মায়ের ফোন সঙ্গে নিয়ে শফির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাত হলেও শাহিন  বাড়ি না ফিরলে তাকে ফোন করা হয়। কিন্তু তার সঙ্গে থাকা ফোনটি বন্ধ পাওয়া যায়। রাতেই শাহিনের মা সফির বাড়িতে যান। সফি ঘুমিয়ে আছে এবং তাকে বিরক্ত করা যাবে না বলে জানান সফির মা সখিনা। শাহিনের মা বাড়ি ফিরে আসেন। পরদিন সকাল ৭টায় আবারও শাহিনের মা শফির বাড়িতে গিয়ে কারও দেখা না পেয়ে ফিরে আসেন। সকাল ১০টায় আবারও  তিনি ছেলের খোঁজে সফির বাড়িতে যান। তখন দেখেন সেখানে কেউ নেই, ঘরের দরজায় তালা দেওয়া। সন্ধ্যায় এলাকার কয়েকজন মিলে আবারও যোগাযোগ করলে সফির মা বলেন, সফি বাড়িতে নেই।’

জুয়েল মিয়া আরও বলেন, ‘অনেক খোঁজাখুঁজির পরে শাহিনের কোনও সন্ধান না পাওয়ায় গতকাল আমি থানায় একটি সাধারণ ডায়েরি করি। আজ জমিতে তার বস্তাবন্দি লাশ পাই। আমাদের সন্দেহ, মোবাইল ফোন নিয়ে সফি শাহীনকে খুন করে থাকতে পারে।’

এদিকে, সন্দেভাজন সফি পলাতক রয়েছেন। পেশায় দিনমজুর এই যুবকের বিরুদ্ধে এলাকায় চুরিসহ মাদক সেবনের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগে তার বিরুদ্ধে থানায় কোনও মামলা রয়েছে কিনা তা তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।

সহকারী পুলিশ সুপার মোরশেদুল হাসান বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।’

এক প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘নিহত যুবকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আমাদের সন্দেহ, মোবাইল ফোন চুরি নিয়ে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। পুলিশ তদন্ত কাজ শুরু করেছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
মঞ্চ থেকে হলো জুমার আজান,  নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
মঞ্চ থেকে হলো জুমার আজান, নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ