X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

হারানো ফোন খুঁজতে গিয়ে নিখোঁজ, ২ দিন পর ধানক্ষেতে মিললো লাশ

কুড়িগ্রাম প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৩, ২১:২৮আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ২১:২৮

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজের দুদিন পর ধান ক্ষেত থেকে শাহিন আলম (৩৫) নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার বারাইটারী এলাকার আঙ্গারীয়া সনাতন পাড়ার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মোরশেদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শাহিন আলম উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বারাইটারী  মাজারপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে।

এ ঘটনায় স্থানীয় যুবক শফিকে সন্দেহ করছেন নিহতের পরিবারের সদস্যরা। সে পলাতক থাকায় তার মা সখিনা বেগমকে (৬০) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।

শাহিনের চাচা জুয়েল রানা বলেন,  ‘শাহিন ঢাকায় কাজ করতো। কয়েকদিন আগে সে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে বাড়িতে আসে। ফোনটি এক সপ্তাহ আগে হারিয়ে যায়। আমরা বিভিন্ন সূত্রে জানতে পারি, প্রতিবেশী শফি (৩৫) ফোনটি চুরি করেছে। গত শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে শাহিন তার মায়ের ফোন সঙ্গে নিয়ে শফির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাত হলেও শাহিন  বাড়ি না ফিরলে তাকে ফোন করা হয়। কিন্তু তার সঙ্গে থাকা ফোনটি বন্ধ পাওয়া যায়। রাতেই শাহিনের মা সফির বাড়িতে যান। সফি ঘুমিয়ে আছে এবং তাকে বিরক্ত করা যাবে না বলে জানান সফির মা সখিনা। শাহিনের মা বাড়ি ফিরে আসেন। পরদিন সকাল ৭টায় আবারও শাহিনের মা শফির বাড়িতে গিয়ে কারও দেখা না পেয়ে ফিরে আসেন। সকাল ১০টায় আবারও  তিনি ছেলের খোঁজে সফির বাড়িতে যান। তখন দেখেন সেখানে কেউ নেই, ঘরের দরজায় তালা দেওয়া। সন্ধ্যায় এলাকার কয়েকজন মিলে আবারও যোগাযোগ করলে সফির মা বলেন, সফি বাড়িতে নেই।’

জুয়েল মিয়া আরও বলেন, ‘অনেক খোঁজাখুঁজির পরে শাহিনের কোনও সন্ধান না পাওয়ায় গতকাল আমি থানায় একটি সাধারণ ডায়েরি করি। আজ জমিতে তার বস্তাবন্দি লাশ পাই। আমাদের সন্দেহ, মোবাইল ফোন নিয়ে সফি শাহীনকে খুন করে থাকতে পারে।’

এদিকে, সন্দেভাজন সফি পলাতক রয়েছেন। পেশায় দিনমজুর এই যুবকের বিরুদ্ধে এলাকায় চুরিসহ মাদক সেবনের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগে তার বিরুদ্ধে থানায় কোনও মামলা রয়েছে কিনা তা তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।

সহকারী পুলিশ সুপার মোরশেদুল হাসান বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।’

এক প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘নিহত যুবকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আমাদের সন্দেহ, মোবাইল ফোন চুরি নিয়ে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। পুলিশ তদন্ত কাজ শুরু করেছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র