X
রবিবার, ১৮ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

চরাঞ্চ‌লের শিক্ষার্থী পরিবহনে চালু হলো ‘স্বপ্নতরী’

কুড়িগ্রাম প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৩, ০০:২৮আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০০:২৮

চরাঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াত এবং দুর্যোগকালে ত্রাণ সহায়তা ও উদ্ধার কাজে ব্যবহারের জন্য ‘স্বপ্নতরী’ নামে একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকা চালু করেছে কুড়িগ্রাম সদর উপজেলা প্রশাসন। রবিবার (১৫ অক্টোবর) সকালে সদরের যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের ঘাটে নৌকাটি উদ্বোধন করেন কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাসেদুল হাসান, সদর সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, সদর সমাজসেবা অফিসার হাবিবুর রহমান, যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর, হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা, পাঁচগাছী ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার ও স্থানীয় সাংবাদিকসহ সদর উপজেলা প্রশাসনের কর্মচারীরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের রাজস্ব উন্নয়ন খাত থেকে ৫ লাখ টাকা বরাদ্দে দরপত্র আহ্বানের মাধ্যমে নৌকাটি নির্মাণ করা হয়। স্বাভাবিক সময়ে বিনামূল্যে চরাঞ্চলের শিক্ষার্থীদের পরিবহনে নৌকাটি নিয়মিত ব্যবহার করা হবে। এ ছাড়াও সরকারি বিভিন্ন অভিযান, দুর্যোগকালীন ত্রাণ সহায়তা পরিচালনা ও দুযোর্গকবলিত মানুষদের উদ্ধারে নৌকাটি ব্যবহার করা হবে। এ ছাড়াও সদরের যাত্রাপুর ও ঘোগাদহ ইউনিয়নসহ উলিপুর উপজেলার সাহেবের আলগা ও বেগমগঞ্জ ইউনিয়নের চরাঞ্চলের দুর্গত মানুষ দুর্যোগকালীন ত্রাণ সহায়তা ও উদ্ধার কাজে উপকৃত হবেন।

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান বলেন, ‘স্বাভাবিক সময়ে নৌকাটি নিয়মিত চরাঞ্চলের শিক্ষক ও শিক্ষার্থীদের  বিনামূল্যে পরিবহন করবে। বাকি সময় নৌকায় নিযুক্ত মাঝি যাত্রী কিংবা পণ্য পরিবহন করে আয় করবেন। সেই আয় থেকে তার পারিশ্রমিকসহ নৌকার জ্বালানি খরচ মেটানো হবে। এতে সংকুলান না হলে উপজেলা প্রশাসন থেকে ভর্তুকি দেওয়া হবে। সার্বিক বিষয় যাত্রাপুর ইউনিয়ন পরিষদ দেখভাল করবে।’

‘সরকারি বিভিন্ন অভিযান, দুর্যোগকালে ত্রাণ ও উদ্ধার তৎপরতাসহ প্রয়োজনীয় কাজে নৌকাটি ব্যবহার করা হবে,’ যোগ করেন ইউএনও।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিইউবিটিতে জাতীয় এআই অলিম্পিয়াড সম্পন্ন
বিইউবিটিতে জাতীয় এআই অলিম্পিয়াড সম্পন্ন
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে যুবলীগ নেতাকে পুলিশে সোপর্দ
মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে যুবলীগ নেতাকে পুলিশে সোপর্দ
আ.লীগ নেতাসহ শতাধিক ব্যবসায়ীর এনসিপিতে যোগদান
আ.লীগ নেতাসহ শতাধিক ব্যবসায়ীর এনসিপিতে যোগদান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত