X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

হরতালে যান চলাচল কমেছে চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ অক্টোবর ২০২৩, ১০:৪৯আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১০:৪৯

বিএনপি-জামায়াতের ডাকা হরতালের কারণে রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকে চট্টগ্রাম নগরীর সড়কগুলোতে যানবাহন চলাচল কমেছে। অন্যান্য দিনের মতো সড়কে যানবাহনের চাপ নেই। অল্প কিছু গণপরিবহন চলাচল করছে।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে গণপরিবহনের চাপ বাড়ছে। হরতালের সমর্থনে নগরীতে কোথাও পিকেটিং করতে দেখা যায়নি। এখন পর্যন্ত চট্টগ্রামে হরতালকে ঘিরে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

গণপরিবহন কম থাকায় রিকশা ও ছোট যানবাহনের দাপট বেড়েছে। নিয়মিত ভাড়ার চেয়ে যানবাহনগুলো অতিরিক্ত বেশি ভাড়া আদায় করার অভিযোগ উঠেছে।

এদিকে, সকাল ৯টায় নগরীর সিটি গেইট এলাকায় ঘুরে দেখা গেছে, দূরপাল্লার যানবাহনগুলো চট্টগ্রাম থেকে ছেড়ে যাচ্ছে না। একইভাবে দেশের বিভিন্ন স্থান থেকে যানবাহন আসছেও কম। কাউন্টারগুলো খোলা থাকলেও যাত্রী নেই। যে কারণে গন্তব্যে ছেড়ে যাচ্ছে না কোনও গাড়ি।

বিএনপি কার্যালয়ের সামনের সড়কে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে দায়িত্বরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক আমান উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল থেকে চট্টগ্রাম স্টেশন থেকে সবকটি ট্রেন যথাসময়ে চলে গেছে। একইভাবে দেশের বিভিন্ন স্থান থেকে সব ট্রেন যথাসময়ে স্টেশনে পৌঁছে।’ স্টেশনের নিরাপত্তায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী সতর্ক আছে বলেও তিনি জানান।

নগরীর কাজির দেউড়ি মোড়ে অবস্থিত নাসিমন ভবনের বিএনপি কার্যালয়ে দেখা গেছে, সেখানে কোনও নেতাকর্মী নেই। তালাবদ্ধ বিএনপি অফিস। এ কার্যালয়ের সামনের সড়কে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে।

বিএনপি অফিসের সামনে দায়িত্বরত কোতয়ালি থানার এসআই বোরহান উদ্দিন বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক। এখন পর্যন্ত বিএনপি অফিসে কেউ আসেনি। হরতালে যেকোনও নাশকতা ঠেকাতে পুলিশ সতর্ক আছে।’

নগরীর প্রতিটি মোড়ে মোড়ে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনে পুলিশের সতর্ক অবস্থান লক্ষ করা গেছে।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘হরতালে জনজীবনে কোনও প্রভাব পড়েনি। যানবাহন চলাচল স্বাভাবিক। হরতালের সমর্থনে কোনও পিকেটিং কিংবা মিছিল-মিঠিং করতে দেখা যায়নি। তবে যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থায় আছে।’

/এমএএ/
সম্পর্কিত
গাজার প্রতি সংহতি জানিয়ে হরতাল পালনের আহ্বান সারজিসের
হরতালে সড়কে গাছ ফেলে বাধা সৃষ্টি, আ.লীগ-ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীর নামে মামলা
গোপালগঞ্জে হরতালের সমর্থনে আ.লীগের মশাল মিছিল, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
সর্বশেষ খবর
পাকিস্তান সফরের জন্য আমরা প্রস্তুত, বাকিটা বোর্ড জানে: সালাউদ্দিন
পাকিস্তান সফরের জন্য আমরা প্রস্তুত, বাকিটা বোর্ড জানে: সালাউদ্দিন
যশোরে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে আহত ২
যশোরে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে আহত ২
‘বকেয়া ট্যাক্স না দিলে সিটি করপোরেশনের লোকজন বাড়ি বাড়ি গিয়ে বিরক্ত করবে’
‘বকেয়া ট্যাক্স না দিলে সিটি করপোরেশনের লোকজন বাড়ি বাড়ি গিয়ে বিরক্ত করবে’
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে