X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, ৫ পুলিশ সদস্য আহত

গাজীপুর প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৩, ১৯:৩৭আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১৯:৩৭

গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানায় ছুটির পর বিকালে মহাসড়ক অবরোধ করে আবারও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। বিকালে তারা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। নাওজোড় এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের সাঁজোয়া যানে (এপিসি) বিস্ফোরণে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুরো নাওজোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান, আহত পাঁচ পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়েছে। তারা হলেন– বিপুল (২৪), আশিকুল (২৭), ফুয়াদ (২৮), খোরশেদ (৩০) ও প্রবীর (৩০)। তাদের মধ্যে গুরুতর আহত ফুয়াদ, প্রবীর ও খোরশেদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ফুয়াদ ডান হাতের আঙুলে আঘাত পেয়েছেন।

মহাসড়ক অবরোধ করে আবারও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা জানা গেছে, কারখানা শ্রমিকদের ন্যূনতম বেতন ২৩ হাজার টাকার দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুরের সফিপুর, মৌচাক, কাশিমপুর ও কোনাবাড়ীসহ আশপাশের বিভিন্ন কারখানায় বিক্ষোভ করেছেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এরপর বেলা সাড়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ছিল। সাড়ে ৩টার দিকে শ্রমিকরা নাওজোড় এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুলিশের পাঁচ সদস্য গুরুতর আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসনের কর্মকর্তারা পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে শ্রমিকরা থেমে থাকেন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং ভাওয়াল বদলে আলম সরকারি কলেজের সামনে মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

অসাবধানতাবশত সাঁজোয়া যানের ভেতর বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণে পুলিশ সদস্যরা আহত হয়েছেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ বলেন, ‘বিকালে শ্রমিকরা মহাসড়কে নেমে বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও ভাঙচুর করেন। মহাসড়কে অবস্থান নেওয়ায় দুই মহাসড়কেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মহাসড়কের দুই পাশের বিভিন্ন কারখানায় ঢিল ছুড়ে ভাঙচুর করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। খবর পেয়ে থানা ও শিল্প পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মাহবুব আলম বলেন, ‘শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে বিকালে নাওজোড় এলাকায় সংঘর্ষের ঘটনায় পাঁচ জন এবং সকালে সংঘর্ষে তিন জন আহত হয়েছেন।’

/এমএএ/
সম্পর্কিত
১৪ মাসের বেতন বকেয়া: বিক্ষোভে মালিকপক্ষের হামলায় পাঁচ নারী শ্রমিক আহত
আবারও শ্রম ভবনের সামনে বিক্ষোভ করবেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা
যমুনার আশপাশে সভা-সমাবেশের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছিল কিনা, প্রশ্ন রাশেদ খাঁনের
সর্বশেষ খবর
গরমে শরীর ঠান্ডা রাখবে এই ১০ খাবার
গরমে শরীর ঠান্ডা রাখবে এই ১০ খাবার
আ.লীগের সঙ্গে জামায়াতেরও বিচার চায় বাসদ
আ.লীগের সঙ্গে জামায়াতেরও বিচার চায় বাসদ
বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বাণিজ্য উপদেষ্টার
ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ দিবস উদযাপনবাংলাদেশে বিনিয়োগের আহ্বান বাণিজ্য উপদেষ্টার
১০ জনের চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের আরও কাছে নিউক্যাসেল
১০ জনের চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের আরও কাছে নিউক্যাসেল
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে