X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সেই ভিক্ষুক আবুল মুনসুর এবার এমপি প্রার্থী

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
০১ ডিসেম্বর ২০২৩, ১৮:৩০আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১৮:৩০

২০২১ সালে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়ে আলোচিত ময়মনসিংহের ত্রিশালের বইলর ইউনিয়নের সেই ভিক্ষুক আবুল মুনসুর এবার সংসদ সদস্য (এমপি) প্রার্থী হয়েছেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩৭৭ ভোট পেয়ে ফেল করে তিনি বলেছিলেন, ‘চেয়ারম্যান পদে ফেল করছি তাতে কী হয়েছে, আগামীতে এমপি নির্বাচন করমু।’ তিনি তার সেই কথা রেখে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি প্রার্থী হওয়ায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

আবুল মুনসুর ত্রিশালের বইলর ইউনিয়নের বড়পুকুরপাড় গ্রামের বাসিন্দা। অল্প বয়সেই দিনমজুরের কাজে নামেন তিনি। বিয়ের পর অন্যের রিকশা ভাড়ায় চালিয়ে রোজগারের পথ বেছে নেন। এর ১০-১২ বছর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বেছে নেন ভিক্ষাবৃত্তি। তার চার ছেলে ও এক মেয়ের মধ্যে দুই ছেলে কর্মজীবী। তারপরও ১৪ বছর ধরে ভিক্ষা করেই চলছে তার সংসার। কিন্তু সরকারি কোনও সুযোগ-সুবিধা জোটেনি তার কপালে। এই ক্ষোভ থেকেই জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন জাগে তার মনে। স্বপ্নপূরণে গত ২০২১ সালে ইউপি নির্বাচনে বইলর ইউপি থেকে চেয়ারম্যান প্রার্থী হন ভিক্ষুক আবুল মুনসুর। তখন পাঁচ প্রার্থীর মধ্যে চশমা প্রতীক নিয়ে ৩৭৭ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে থেকে আলোচনায় আসেন তিনি।

স্থানীয়রা জানান, চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা বিপুল পরিমাণ টাকা খরচ করেন নির্বাচনে। অথচ কোনও খরচ ছাড়াই গত ইউপি নির্বাচনে মুনসুর পেয়েছিলেন ৩৭৭ ভোট। গতবারের মতো এবারও ভোর থেকে রাত অবধি পাড়া মহল্লা, হাটবাজারে একাই জনগণের কাছে ভোট চাইছেন তিনি। অনেকেই এটাকে ‘পাগলামি’ বললেও, কেউ কেউ নির্বাচনে টাকার ছড়াছড়ি ও দুর্নীতির বিরুদ্ধে নীরব প্রতিবাদ বলে মনে করছেন এবং তাকে উৎসাহ দিচ্ছেন তারা।

আবুল মুনসুর ফকির জানান, ইউপি নির্বাচনে অনেক ভোটার সমর্থন করেছিলেন, সাড়া দিয়ে পাশে ছিলেন। তাকে ইউনিয়নের বাসিন্দারা ৩৭৭ ভোট দিয়েছিলেন। এবারের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যাপক সাড়া পাবেন বলে আশা তার।

তিনি বলেন, ‘গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের মতো এবারও ভিক্ষা করে টাকা জমিয়ে এমপি নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছি স্বতন্ত্র প্রার্থী হিসেবে। অনেকেই এই বিষয়টিকে হাসিঠাট্টা-তামাশার মতো মনে করলেও আমি মনে করি, এবারও অসহায় জনগণ আমার পাশেই থাকবেন। মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে এমপি নির্বাচন করতে চাই।’

এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবুল মুনসুরসহ ১২ জন প্রার্থী ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্য প্রার্থীরা হলেন– স্বতন্ত্র বাবুল আহমেদ, আওয়ামী লীগের হাফেজ রুহুল আমিন মাদানী, জাতীয় পার্টির আব্দুল মজিদ, স্বতন্ত্র (আওয়ামী লীগ) এবিএম আনিসুজ্জামান, জাকের পার্টি জুয়েল রানা, স্বতন্ত্র (আওয়ামী লীগ) আমিনুল হক শামীম, স্বতন্ত্র হাবিবুর রহমান খান, তৃণমূল বিএনপি আব্দুল মালেক ফরাজী, জাসদের রতন কুমার সরকার ও মুক্তিজোটের বাদশা দেওয়ান।

/এমএএ/
সম্পর্কিত
পরাজয় ঢাকতে অভিযোগ তুলছে বিএনপিনির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা