X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে এবার হেলে পড়েছে তিনতলা ভবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ ডিসেম্বর ২০২৩, ১৮:০৪আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৮:০৪

চট্টগ্রামে এবার হেলে পড়েছে একটি তিনতলা ভবন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে নগরীর পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকার ওই ভবনটি পাশের ভবনের ওপর হেলে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাহাড়তলী সরাইপাড়া এলাকায় গয়নার ছড়া খালের পাশে থাকা একটি তিনতলা ভবন পাশের একটি ভবনের ওপর হেলে পড়েছে। এতে কেউ হতাহত হয়নি। ভবনের পাশে গয়নার ছড়া খালে নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অধীনে খননকাজ করার সময় তিনতলা ভবনটি হেলে পড়েছে। তবে হেলে পড়া ভবনটি তেমন ঝুঁকিতে নেই। আগে দুই ভবনের মাঝে যে খালি জায়গা ছিল, এখন তা নেই। তবে ভবনটিতে কোনও ফাটল দেখা যায়নি। তিনতলা ভবনটিতে ছয়টি পরিবার বসবাস করে।’

তিনি আরও বলেন, ‘ভবনের বাসিন্দাদের আপাতত সরানো হচ্ছে না। বিশেষজ্ঞরা দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’  

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করার সময় ড্রেনের পাইলিং করা হচ্ছিল। এ সময় নিচের মাটি সরে গেলে ভবনটি পাশের ভবনের ওপর হেলে পড়ে। এতে ভবনের বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। ওই ভবন এবং পাশের ভবনের কয়েকটি পরিবার আতঙ্কে সরে গেছে।

এর আগে গত ২৫ নভেম্বর সন্ধ্যায় নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফবাদ এলাকায় খোরশেদ ম্যানসন নামে একটি চারতলা ভবন হেলে পড়ে পাশের একটি ভবনের ওপর। সেটিও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলাকালে নিচ থেকে মাটি সরে যাওয়ায় হেলে পড়ে। ভবনটিসহ আশপাশের পাঁচটি ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শহবাগে গণজমায়েতে এখনও বাড়ছে মানুষের উপস্থিতি
শহবাগে গণজমায়েতে এখনও বাড়ছে মানুষের উপস্থিতি
নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ শেষ ম্যাচ হারলেও ঝলক দেখালেন নাসুম
নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ শেষ ম্যাচ হারলেও ঝলক দেখালেন নাসুম
শ্যামলীতে ৬ ঘণ্টা ধরে অবরোধ, তীব্র যানজটে জনদুর্ভোগ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিশ্যামলীতে ৬ ঘণ্টা ধরে অবরোধ, তীব্র যানজটে জনদুর্ভোগ
চট্টগ্রামে বিএনপির তারুণ্যের মহাসমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী
চট্টগ্রামে বিএনপির তারুণ্যের মহাসমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু