তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে চলছে বিএনপির তারুণ্যের মহাসমাবেশ। নগরীর পলোগ্রাউন্ড মাঠে শনিবার (১০ মে) বিকাল ৩টা থেকে শুরু হয় এ আয়োজন। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন।
সকাল থেকে কড়া রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন নেতাকর্মীরা। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এ সমাবেশে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের নেতাকর্মীরা জড়ো হন।
শনিবার বিকাল ৩টায় শুরু হওয়া এ মহাসমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ ছাড়া লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চে একে একে বক্তব্য দিচ্ছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে চট্টগ্রাম মহানগরীসহ বিভাগের ৯৯টি উপজেলার নেতাকর্মীরা অংশ নিয়েছেন। নেতাকর্মীরা জানান, তীব্র গরমের মধ্যেও সমাবেশে অংশ নিয়েছেন লাখ লাখ নেতাকর্মী।
তারুণ্যের সমাবেশে তামিম ইকবাল
সমাবেশে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তামিমের যোগ দেওয়ার বিষয়টি আগেই নিশ্চিত করেছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিকাল ৫টা নাগাদ তামিম পলোগ্রাউন্ড মাঠে পৌঁছান। তখন মাইকে ঘোষণা হতে থাকে সমাবেশে তামিমের উপস্থিতির খবর। নেতাকর্মীরাও স্লোগানে স্লোগানে স্বাগত জানান তাকে।