X
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
১০ আষাঢ় ১৪৩২

আয় ও স্বর্ণ বেড়েছে চট্টগ্রামের আ.লীগ প্রার্থী আবু রেজা নদভীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ ডিসেম্বর ২০২৩, ১৭:১০আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১৭:১০

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীর এবার আয় ও স্বর্ণ বেড়েছে। তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) থেকে সম্মানীর পাশাপাশি ঋণও নিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করা হলফনামার তুলনামূলক বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী ২০১৪ সালে আওয়ামী লীগের টিকিটে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮ সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে, শিক্ষাগত যোগ্যতা এমএ, পিএইচডি উল্লেখ করে তিনি পেশা হিসেবে দেখিয়েছেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও অধ্যাপক। এ বিশ্ববিদ্যালয় থেকে মিটিং এবং সম্মানী বাবদ আয় দেখিয়েছেন এক কোটি ৩৭ লাখ ৬১ হাজার ৪৪২ টাকা। ২০১৮ সালে এই বিশ্ববিদ্যালয় থেকে তিনি আয় দেখান ২৫ লাখ ২৫ হাজার ৮৮৬ টাকা। এ ছাড়া জাতীয় সংসদ সদস্য পদে মোট আয় ২৩ লাখ ১৫ হাজার ৭০৭ টাকা।

ওই বিশ্ববিদ্যালয় থেকে ৪৬ লাখ ২৯ হাজার ৫০০ টাকা ঋণ দেখানো হয়েছে এবারের হলফনামায়। বাড়ি ভাড়া থেকে আয় দেখানো হয়েছে ৫ লাখ ৩১ হাজার টাকা। ২০১৮ সালের হলফনামায় তার বাড়ি ভাড়া বাবদ আয় ছিল ৪ লাখ ৫৯ হাজার টাকা।

আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীর কাছে নগদ টাকা আছে ৪ লাখ ৫৮ হাজার ৯৪১ টাকা। স্ত্রীর কাছে আছে ২০ লাখ ২১ হাজার ২৪৬ টাকা। বাংকে জমা আছে এক কোটি ৬৪ লাখ ৯৬ হাজার ৩৪৪ টাকা। স্ত্রীর কাছে আছে ১৩ লাখ ৪১ হাজার ৯৫ টাকা। তার ২ লাখ ৭২ হাজার ৯৯৪ টাকার ডিপিএস আছে। এফডিআর আছে ২ কোটি ২৮ লাখ ৮৭ হাজার ২২০ টাকা। তার স্ত্রীর ডিপিএস আছে ৭ লাখ ৯৮ হাজার ৭৮ টাকা। এফডিআর আছে ১৮ লাখ ৯৩ হাজার ৮৭৬ টাকা।

সংসদ সদস্য নদভীর তিনটি গাড়ি আছে। যার মূল্য দেখানো হয়েছে এক কোটি ৮৮ লাখ ৫২ হাজার ১৬৬ টাকা। তবে তার স্ত্রীর নামে কোনও গাড়ি নেই। অপরদিকে তার স্ত্রীর চেয়েও তার কাছে স্বর্ণ বেশি আছে। তার কাছে স্বর্ণ আছে ৯০ ভরি, অপরদিকে তার স্ত্রীর আছে ৫০ ভরি। 

চট্টগ্রাম-১৫ আসনের আওয়ামী লীগের এ প্রার্থীর কাছে ইলেকট্রনিক্স সামগ্রী আছে ৪ লাখ টাকার। তার স্ত্রীর আছে এক লাখ টাকার। নিজের আসবাবপত্র আছে ২ লাখ ৫০ হাজার টাকার। স্ত্রীর নামে আসবাবপত্র আছে এক লাখ টাকা। 

আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী। রিজিয়া জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুমিনুল হক চৌধুরীর মেয়ে। চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে একাধিক বার জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ছিলেন মুমিনুল হক চৌধুরী।

 

/এমএএ/
সম্পর্কিত
শেখ হাসিনা ও বিতর্কিত ৩ নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইসিতে বিএনপির অভিযোগ
তিনটি নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করবে বিএনপি
নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
সর্বশেষ খবর
৩১ বছর পর তাদের দেখা...
৩১ বছর পর তাদের দেখা...
মোহাম্মদপুরে পাটালি গ্রুপের দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
মোহাম্মদপুরে পাটালি গ্রুপের দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
নগর ভবনে ইশরাক সমর্থক-বিরোধীদের মারামারি, আহত ৭
নগর ভবনে ইশরাক সমর্থক-বিরোধীদের মারামারি, আহত ৭
মব বিপজ্জনক, বিবৃতিতে দায় সারবে না: জোনায়েদ সাকি
মাসব্যাপী জুলাই কর্মসূচি গণসংহতিরমব বিপজ্জনক, বিবৃতিতে দায় সারবে না: জোনায়েদ সাকি
সর্বাধিক পঠিত
প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ
প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ
সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধার সংশোধিত প্রজ্ঞাপন জারি
সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধার সংশোধিত প্রজ্ঞাপন জারি
কাতারের উদ্দেশে ছাড়া ফ্লাইট নামলো ওমানে, আবার ফিরছে ঢাকায়
দোহাগামী বিমানের সব ফ্লাইট বন্ধ ঘোষণাকাতারের উদ্দেশে ছাড়া ফ্লাইট নামলো ওমানে, আবার ফিরছে ঢাকায়
দেশে প্রথমবারের মতো গুগল পে চালু হচ্ছে আজ, যেসব সুবিধা পাওয়া যাবে
দেশে প্রথমবারের মতো গুগল পে চালু হচ্ছে আজ, যেসব সুবিধা পাওয়া যাবে
ফ্ল্যাট বিক্রিতে ধস, নির্মাণ খাতে ছাঁটাইয়ের শঙ্কা
ফ্ল্যাট বিক্রিতে ধস, নির্মাণ খাতে ছাঁটাইয়ের শঙ্কা