X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

নাটবল্টু খুলে নেওয়া হয়েছে কুড়িগ্রাম-তিস্তা-রংপুর রেললাইনের

কুড়িগ্রাম প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৯

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঠাঁটমারী এলাকায় কুড়িগ্রাম-তিস্তা-রংপুর রেললাইনের নাটবল্টু খুলে নেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতের কোনও এক সময় কে বা কারা ঠাঁটমারী বদ্ধভূমির কাছে রেলসেতুর ওপরের রেললাইনের কমপক্ষে ১০টি নাটবল্টু খুলে ফেলে। তবে এ ঘটনাকে নাশকতা নয়, ‘চুরি’ হিসেবে দেখছে রেল বিভাগ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ রেল বিভাগের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক জানান, ঠাঁটমারী বদ্ধভূমি এলাকায় অবস্থিত রেলসেতুর উপরের রেললাইনে নাটবল্টু কে বা কারা খুলে নিয়ে গেছে। ঘটনাস্থলে উপস্থিত রেলওয়ের একজন উপসহকারী প্রকৌশলী এটিকে চুরির ঘটনা বলে জানিয়েছেন। রেল বিভাগ লাইন মেরামত করেছে। বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। রেল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জেনেছি, বিষয়টি নাশকতা নয়। কে বা কারা নাটবল্টু চুরি করেছে। তারপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আমরা নিরাপত্তা জোরদার করছি। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।’

রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটে আন্তনগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেস এবং সোয়া ১০টার দিকে চিলমারী কমিউটার লোকাল ট্রেন কুড়িগ্রাম স্টেশন ছেড়ে যায়। দুপুরে রেললাইনের নাটবল্টু খুলে থাকার বিষয়টি রেল বিভাগের নজরে আসে। পরে লাইন মেরামত করা হয়। বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ