X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

অনেক কথা থাকলেও বলতে চাই না

রাজশাহী প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৪, ২০:৪৪আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ২১:০৫

ভোটের দিন (রবিবার) রাজশাহী-১ আসনের তানোর উপজেলার মুণ্ডুমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের বলেছিলেন, ‘ফলাফল যা হওয়ার হবে। আমি হারি আর জিতি, ইনশাআল্লাহ কালকে (সোমবার) পুরো এলাকায় একটা শোডাউন দেব। হেরে গেলেও সবাইকে জানান দেবো, আমি তাদের সঙ্গে আছি।’ ভোটের যুদ্ধে জেতা হয়নি। হয়নি এলাকায় তার শোডাউন। তবে তিনি ভোটের পরের দিন চলে যাননি। এলাকাতেই রয়েছেন।

জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিপক্ষের কাছে হেরে যান এই চিত্রনায়িকা। এ নিয়ে কিছুটা মন খারাপ হলেও অনেক কষ্টই মনে চেপে রেখেছেন মাহি। সেগুলো নিয়ে কথা বলতে চান না। নির্বাচন শেষে পরবর্তী পরিকল্পনার কথা জানালেন তিনি। সব ঠিকঠাক মনে করে এখন নতুন করে পরিকল্পনা করছেন।  তিনি বলেন, ‘আমি এখনও এলাকায় রয়েছি। অনেক কিছু নিয়ে কথা থাকলেও সেগুলো বলতে চাই না। আমি মানুষের কাছে গিয়েছি, তাদের সাড়া পেয়েছি। (তারা) ভালোবেসেছেন। ফেসবুকে অনেক কিছুই দেখেছি। ভোটের দিনই ধারণা করেছি, নির্বাচনের ফল কী হবে।’ তবে এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনও বক্তব্য দেননি তিনি।

তিনি আরও বলেন, ‘এখান থেকে তো আর হুট করে যেতে পারবো না। এলাকায় সবকিছু গোছগাছ করতে কদিন সময় লাগবে। তারপর ঢাকায় ফিরবো। পরে কী করবো, সেসব নিয়েই পরিকল্পনা করছি। একটু ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি।’

এদিকে, মাহিয়া মাহির পরাজয়ের পর থেকে ফেসবুকে একটি গ্রুপ নানারকম ভিডিও নির্মাণ করছে। এসব ভিডিওতে মাহিকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে। এগুলো মাহির নজরে এসেছে। তিনি বলেন, ‘এগুলো নিয়ে আর নতুন করে কী বলবো? আমার অভ্যাস আছে। আমি অভ্যস্থ হয়ে গেছি। ট্রল তো নিয়মিতই আমার সঙ্গে হয়। কিন্তু একটা কথা বলবো, মানুষকে এভাবে ট্রল করা ঠিক না। একটা মেয়ে হয়ে নির্বাচন করেছি।’ তিনি ট্রলকারীদের উদ্দেশে বলেন, ‘এভাবে কাউকে ট্রল করবেন না প্লিজ। আপনারা, আপনাদের কাছের কেউ নির্বাচন করলে তখন বুঝতে পারবেন, এটি কতটা কঠিন।’

মাহিয়া মাহি বলেন, ‘আমি মানুষের এত কাছাকাছি গিয়েছি, এত বয়স্ক মানুষের দোয়া পেয়েছি– যা বলার মতো না। প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি এবং অনেক মানুষের সঙ্গে কথা বলেছি। মানুষের কষ্টের কথাগুলো শুনেছি। এ থেকে অনেক কিছু শেখার আছে। তাদের জন্য আমার অনেক করণীয় আছে। আমি যদি সুপ্রিম পাওয়ার পাই, তাহলে বৃহৎ পরিসরে তাদের সহযোগিতা করতে পারবো। আর না পেলেও আমি ব্যক্তিগত উদ্যোগে তাদের সহযোগিতা করবো।

‘একটি বিষয় হলো, পাঁচ বছর জনগণের কাছাকাছি গেলে, তাদের কাছে গিয়ে ভোট চাইতে হবে না। আমি মনে করি, আপনি যদি ৫ বছর সময় পান তাহলে সেটি যথেষ্ট। এই সময়ে প্রতিটি জনগণের সঙ্গে যোগাযোগ গড়ে তোলা সম্ভব। আমি প্রচারণার সময়টা কম পেয়েছি, এর মধ্যেও যথেষ্ট মানুষের কাছে গিয়েছি। ভোটকেন্দ্রগুলোতে নারীদের উপস্থিতি তুলনামূলক বেশি। ভোট দিতে আসার জন্য নারীদের একটা উচ্ছ্বাস কাজ করছে।’

রাজশাহী-১ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়া এই নায়িকা পেয়েছেন মাত্র ৯ হাজার ৯ ভোট। একই আসন থেকে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী। তিনি পেয়েছেন এক লাখ ৩ হাজার ৫৯২ ভোট। একই আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট। সেই হিসেবে তৃতীয় হয়েছেন মাহিয়া মাহি। নির্বাচনের পরে বিজয়ী প্রার্থীর সঙ্গে কথা হয়েছে কিনা, তিনি ফোন করেছিলেন কিনা জানতে চাইলে এই চিত্রনায়িকা বলেন, ‘তিনি তো জমিদার সাহেব, তার সঙ্গে আমার যুদ্ধ, তিনি কেন আমাকে ফোন দেবেন। তিনি আসলে সেই রকম নন। তিনি সো অ্যারোগেন্ট। কেন আমাকে ফোন দেবেন।’

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও ঢাকার চলচ্চিত্রের অভিনেত্রী মাহিয়া মাহির জামানত বাজেয়াপ্ত হচ্ছে। প্রার্থীর জামানত ফিরে পেতে হলে কোনও নির্বাচনি এলাকায় যে পরিমাণ ভোট পড়ে, তার সাড়ে ১২ শতাংশ পেতে হয়। কিন্তু ট্রাক প্রতীকের প্রার্থী মাহিয়া মাহি ভোট পেয়েছেন মাত্র ৪ দশমিক ৯ শতাংশ।

 

/এমএএ/
সম্পর্কিত
পরাজয় ঢাকতে অভিযোগ তুলছে বিএনপিনির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সর্বশেষ খবর
ক্লপের সঙ্গে টাচলাইনে মতবিরোধ নিয়ে সালাহ, ‘কথা বললে আগুন লাগবে’
ক্লপের সঙ্গে টাচলাইনে মতবিরোধ নিয়ে সালাহ, ‘কথা বললে আগুন লাগবে’
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একে একে পরিবারের সবার মৃত্যু
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একে একে পরিবারের সবার মৃত্যু
রবিবার দুবাই থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে এমভি আবদুল্লাহ
রবিবার দুবাই থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে এমভি আবদুল্লাহ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু