X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

এসএম সুলতানের জন্মশতবার্ষিকী: ১০ দিনব্যাপী ‘সুলতান মেলা’র আয়োজন

নড়াইল প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৫আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০২

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নড়াইলে ১০ দিনব্যাপী ‘সুলতান মেলা’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৫ এপ্রিল থেকে এ মেলা শুরু হয়ে চলবে ১০ দিন। দর্শকদের আগ্রহ থাকলে মেলার সময় আরও বাড়ানো হতে পারে বলে জানা গেছে।

রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এস এম সুলতান ফাউন্ডেশন আয়োজিত সুলতান মেলার প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, ‘বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশত বার্ষিকী উপলক্ষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে বর্ণাঢ্য আয়োজনে ১০ দিন ব্যাপী সুলতান মেলা অনুষ্ঠিত হবে। মেলায় দর্শক সমাগম বাড়াতে আকর্ষণীয় গ্রামীণ খেলাধুলাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।’

জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন– পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডু, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, সুলতান ফাউন্ডেশনের আজীবন সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল পৌরসভার মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। চিত্রশিল্পী হিসেবে দেশ-বিদেশে খ্যাতির শীর্ষে পৌঁছানো সুলতান দীর্ঘদিন শ্বাসকষ্টে ভোগার পর ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন। নড়াইলের নিজ বাড়িতে তাকে সমাহিত করা হয়।

 

/এমএএ/
সম্পর্কিত
মোবাশ্বির আলমের একক চিত্র প্রদর্শনী ‘ও মৃত্যু ও নৃত্য’
কোথাও বসাতে না পেরে মুক্তিযোদ্ধার ভাস্কর্য বিক্রি করলেন ভাঙারির দোকানে
ধানমন্ডিতে শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য স্বাস্থ্য ক্যাম্প ও চিত্রাংকন প্রতিযোগিতা 
সর্বশেষ খবর
কূটনীতি ও নিরাপত্তা ইস্যুতে চীন-জার্মানির কৌশলগত সংলাপ
কূটনীতি ও নিরাপত্তা ইস্যুতে চীন-জার্মানির কৌশলগত সংলাপ
বাংলাদেশি ২০ পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক
বাংলাদেশি ২০ পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক
করবিন-সুলতানার দল কি ব্রিটিশ রাজনী‌তি‌তে ভূমিকা রাখ‌তে পার‌বে?
করবিন-সুলতানার দল কি ব্রিটিশ রাজনী‌তি‌তে ভূমিকা রাখ‌তে পার‌বে?
সারা দেশে আগামী কয়েকদিন বাড়তে পারে বৃষ্টির প্রবণতা
সারা দেশে আগামী কয়েকদিন বাড়তে পারে বৃষ্টির প্রবণতা
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল