X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

বৃদ্ধ দম্পতিকে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০২ এপ্রিল ২০২৪, ১৫:২৫আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১৫:২৬

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বৃদ্ধ দম্পতিকে হত্যার দায়ে তিন জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও এক আসামিকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১১টায় আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক মো. মাসুদ আলী।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- আলমডাঙ্গার আসাননগর গ্রামের ক্লাবপাড়ার বজলুর রহমানের ছেলে সাহাবুল হক (২৪), একই গ্রামের শেষপাড়ার পিন্টু রহমানের ছেলে রাজিব হোসেন (২৫) এবং মাঝের পাড়ার মাসুদ আলীর ছেলে বিদ্যুৎ আলী (২৩)। কারাদণ্ডপ্রাপ্ত আসামি আসাননগর স্কুলপাড়ার তাহাজ উদ্দিনের ছেলে শাকিল হোসেন (২৩)।

আদালত সূত্রে জানা গেছে, গত ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর আলমডাঙ্গা পৌর শহরের পুরাতন বাজার পাড়ার বাড়ি থেকে বৃদ্ধ দম্পতি নজির মিয়া (৭০) ও ফরিদা বেগমের (৬০) হাত-পা-মুখ বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এর পরদিন ওই বৃদ্ধ দম্পতির মেয়ে ডালিয়ারা পারভীন শিলা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার চার দিন পর হত্যাকারী সন্দেহে ওই চার জনকে গ্রেফতার করে পুলিশ। পরে আসামিরা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

২০২৩ সালের ৩১ জানুয়ারি চার আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) শিহাব উদ্দিন। চার্জশিটে উল্লেখ করা হয়, বৃদ্ধ নজির আলী ছিলেন একজন বালু ব্যবসায়ী। আর আসামি সাহাবুল হক ছিলেন তার বালু বহনের জন্য চালিত যানের ড্রাইভার। ড্রাইভার হওয়ার সুবাদে ওই বৃদ্ধ দম্পতির বাড়িতে যাওয়া-আসা ছিল সাহাবুলের। এ সুযোগে ওই বাড়িতে কোথায় টাকাপয়সা থাকে তাও জানতো আসামি। পরিকল্পনা মাফিক আসামিরা ওই দম্পতির বাড়ি থেকে নগদ টাকা লুট করতে বালু কেনার নাম করে বাড়িতে প্রবেশ করে। এ সময় বৃদ্ধা ফরিদা বেগম বাধা দিলে তাকে প্রথমে শ্বাসরোধ এবং কুপিয়ে হত্যা করে এবং বৃদ্ধ নজির মিয়াকেও হত্যা করে আসামিরা। লুট করে নিয়ে যায় নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও একটি মোবাইল ফোন।

মামলায় মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন জানান, এ ঘটনায় সরাসরি হত্যার সঙ্গে জড়িত তিন জনকেই মৃত্যদণ্ডাদেশ দেওয়া হয়েছে এবং লুট করে নেওয়া মোবাইল ফোনের ক্রেতাকে দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। মামলার রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট।

মামলার আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোখলেছুর রহমান জানান, শুধু জবানবন্দির ওপর ভিত্তি করেই মামলার কার্যক্রম পরিচালনা এবং রায় ঘোষণা করা হয়েছে। এ রায়ে বিবাদীরা সন্তুষ্ট নন। তাই উচ্চ আদালতে আপিল করার প্রস্তুতি চলছে।

/এমএএ/
সম্পর্কিত
মুন্সীগঞ্জের ট্রিপল মার্ডার: ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন
মুন্সিগঞ্জে তিন খুন: ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন
আইনজীবীকে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার
প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার
সৌদি আরবে পৌঁছেছেন ৩৮৫৭০ হজযাত্রী, ৬ জনের মৃত্যু
সৌদি আরবে পৌঁছেছেন ৩৮৫৭০ হজযাত্রী, ৬ জনের মৃত্যু
ফারিণের হাতে ফুল ও কুড়াল, কারণ কী!
ফারিণের হাতে ফুল ও কুড়াল, কারণ কী!
আন্তর্জাতিক ব্র্যান্ড পেনথিওন যাত্রা শুরু করেছে দেশে
আন্তর্জাতিক ব্র্যান্ড পেনথিওন যাত্রা শুরু করেছে দেশে
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো