X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটে দুর্ভোগ

ময়মনসিংহ প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৪, ১৬:১৬আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১৬:১৬

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এজন্য ধীরগতিতে যানবাহন চলায় ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরে ফেরা মানুষ।

মঙ্গলবার মধ্যরাত থেকে এই মহাসড়কে ময়মনসিংহ সদরের চোরখাই বাজার মোড় থেকে শুরু হয়ে শম্ভুগঞ্জ বাজার মোড় পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার জুড়ে এই যানজট সৃষ্টি হয়েছে।

গার্মেন্টস ছুটি হওয়ায় এবং অতিরিক্ত যানবাহনের কারণে এই যানজট সৃষ্টি হয়েছে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

পুলিশ প্রশাসন রাত থেকেই সড়কে দায়িত্ব পালন করলেও অতিরিক্ত যানবাহনের কারণে যানজট নিয়ন্ত্রণ করতে পারছে না। পুলিশ সুপার মাসুম আহমেদ জানিয়েছেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সাধ্যমতো দায়িত্ব পালন করে যাচ্ছে।

এদিকে, দীর্ঘ যানজটের কারণে চরম দুর্ভোগের কথা জানিয়েছেন ঈদে ঘরে ফেরা মানুষ। রাত ২টার দিকে গাজীপুর থেকে গার্মেন্টসকর্মী কমলা বেগম বাসে উঠেছেন। যাবেন ময়মনসিংহের তারাকান্দা গ্রামের বাড়িতে। ময়মনসিংহে দিগার কান্দা বাইপাস মোড়ে আসতে তার সময় লেগেছে প্রায় ১১ ঘণ্টা। তিনি বলেন, ‘স্বামী-সন্তানদের নিয়ে ঈদে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বাসে উঠেছিলাম। যানজটের কারণে রাতের সেহরি খাওয়া পর্যন্ত আমাদের হয়নি। দীর্ঘ যানজটের কারণে এমন ভোগান্তিতে পড়তে হবে এটি কখনোই ভাবিনি।’

তিনি আরও জানান, অধিকাংশ যাত্রীর বেলায় একই ঘটনা ঘটেছে। গাজীপুর চৌরাস্তার পর থেকেই যানজট সৃষ্টি হয় এবং গাড়ি ধীরগতিতে চলতে থাকে।

অপর যাত্রী আব্দুল কুদ্দুস জানান, দীর্ঘ যানজটের কারণে গাড়ি পিঁপড়ার গতিতে চলছে। অনেকেই ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা বাইপাস মোড়ে এসে যানবাহন থেকে নেমে পড়ে হেঁটে হেঁটে গন্তব্যে পৌঁছার চেষ্টা করছেন। মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

/এমএএ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ৮ কিলোমিটার যানবাহনের ধীরগতি
ঈদযাত্রার ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৯০, আহত ১১৮২ জন
এবার ঈদে পদ্মা ও যমুনা সেতুতে ৬০ কোটি টাকার টোল আদায়
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি