X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

বঙ্গবন্ধুকে অস্বীকার করে বাংলাদেশে নেতৃত্ব দেওয়া যাবে না: কাদের সিদ্দিকী

গোপালগঞ্জ প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৪, ১৬:৪৮আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ২১:৪৪

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘বঙ্গবন্ধুকে অস্বীকার করে, অপমান করে বাংলাদেশে কোনও নেতৃত্ব দেওয়া যাবে না। আমরা তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছি। তার জন্য একটি স্বাধীন দেশ পেয়েছি। বঙ্গবন্ধুকে সম্মান করে, স্বীকার করে তার যতটা সম্মান প্রাপ্য ততটা দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’

শুক্রবার (৩০ আগস্ট) ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।

এ সময় কাদের সিদ্দিকী বলেন, ‘আমি একজন মুসলমান হিসেবে আল্লাহ-রসূল ছাড়া আর কাউকে পরোয়া করি না। আমি আল্লাহ-রসূলের তরিকা অনুযায়ী জীবনে চলি। বাকি জীবনটাও আমি সেইভাবে চালাবো। আল্লাহ এবং তাঁর রসূলকে ভালোবাসার পরে আমার প্রেম আমার ভালোবাসা সমস্তটাই বঙ্গবন্ধুকে ঘিরে। বঙ্গবন্ধুকে না পেলে আমি একজন রিকশাওয়ালা হতাম, না হলে গরুর রাখাল হতাম। বঙ্গবন্ধু যখন আইয়ুব খানের সময় বক্তব্য দিতেন, তাদের বিরুদ্ধে আন্দোলন করতেন তখন আমার ভয়ে হাত-পা কাঁপতো। বঙ্গবন্ধুকে পেয়ে আমি দেশকে ভালোবাসতে শিখেছি। অনেকেই দেশপ্রেমের কথা বলেন, কিন্তু দেশপ্রেম এত সহজ কাজ না– অনেক ঘাত-প্রতিঘাত সহ্য করে দেশপ্রেম অর্জন করতে হয়।’

এ সময় আওয়ামী লীগ নেতৃবৃন্দকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ঝড়-তুফান যখন আসে সেটি আবার কেটেও যায়। কোনও অন্ধকার চিরস্থায়ী নয়। কোনও দুর্যোগ স্থায়ী নয়। আকাশ আবার পরিষ্কার হবে।’

টুঙ্গিপাড়াবাসীকে ধন্যবাদ জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘আমি আর জীবনে এখানে আসতে পারবো কিনা জানি না। আমি অত্যন্ত খুশি হয়েছি যে এই দুর্যোগের সময় বঙ্গবন্ধুর সমাধিকে সুন্দরভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করে সংরক্ষণ করা হয়েছে।’

ভবিষ্যতে তিনি আওয়ামী লীগের রাজনীতি করবেন কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আজ টুঙ্গিপাড়া এসেছি আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করার জন্য। বঙ্গবন্ধুর হত্যার বিচার চেয়েছি যখন সবাই গর্তে ছিল। দেশের রাজনৈতিক অস্থিরতা ছিল। বিনিময়ে আমি মানুষের কাছে সম্মান পেলেও যাদের কাছে সম্মান পাওয়ার কথা তাদের কাছে পাইনি। বরঞ্চ আমাদের আরও অসম্মান আর অপমান করা হয়েছে। বর্তমান আওয়ামী লীগ মওলানা ভাসানীর, শেখ মুজিবুর রহমানের ও গরিব-দুঃখীদের আওয়ামী লীগ নয়। সেই আওয়ামী লীগ আর এই আওয়ামী লীগ এক নয়। আমি আগেও বঙ্গবন্ধুর ছিলাম, এখনও বঙ্গবন্ধুর আছি এবং বাকি জীবন তার আদর্শ নিয়েই বেঁচে থাকবো।’

এর আগে শুক্রবার বেলা ১২টায় কাদের সিদ্দিকী ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এসে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি বঙ্গবন্ধুসহ ১৯৭৫-এর ১৫ আগস্ট নিহত তার পরিবারের সদস্য এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় সফরসঙ্গী হিসেবে তার নিজ দল কৃষক শ্রমিক জনতা লীগের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ এবং গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলার স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
গোপালগঞ্জ শহরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সর্বশেষ খবর
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন