X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ২৬ নভেম্বর

খুলনা প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৪, ০৮:৫৪আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৮:৫৪

খুলনা বিভাগীয় বইমেলা ২০২৪ আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হবে। সাত দিনব্যাপী এ বই মেলা ২ ডিসেম্বর শেষ হবে। খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বরে এবারের বইমেলা অনুষ্ঠিত হবে। মেলায় ৮০টি স্টল থাকবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজনে, খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এবং সৃজনশীল প্রকাশকদের সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হবে। ২৬ নভেম্বর বিকাল ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মেলা শুরু হবে। ২ ডিসেম্বর বিকাল ৩টায় একটি সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।

বইমেলা আয়োজন কমিটির সদস্যসচিব হামিদুর রহমান বুধবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বইমেলা চলবে এবং সাপ্তাহিক ছুটির দিন সকাল ১০টায় মেলা শুরু হয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলবে। এই মেলার ৮০টি স্টলের মধ্যে ৬০টি থাকবে ঢাকা থেকে আগত প্রকাশনাগুলোর জন্য। ১০টি স্টল থাকবে খুলনা বিভাগের প্রকাশকদের জন্য। সেখানে সংশ্লিষ্ট জেলার কবি, সাহিত্যিক, প্রকাশকরা তাদের নিজস্ব প্রকাশনাগুলো প্রদর্শন ও বিক্রি করতে পারবেন। চারটি স্টল থাকবে সরকারি অফিসের জন্য। দুটি স্টল বরাদ্দ থাকবে মেলায় কর্মরত পুলিশ সদস্যদের বসার জন্য। এ ছাড়াও খাবারের স্টল থাকবে।

বইমেলা আয়োজন কমিটির সদস্যসচিব বলেন, ‘মেলায় ১০টি জেলা থেকে আগত শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় প্রতিদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। সেই সঙ্গে থাকবে নতুন বইয়ের মোড়ক উম্মোচন। মেলাকে আরও প্রাণবন্ত করে তোলার জন্যে আমরা সেমিনারের আয়োজন করেছি; যেখানে বিষয়ভিত্তিক প্রবন্ধ পাঠ হবে এবং এর উপর হবে বিদগ্ধ আলোচনা। আমাদের আয়োজনে শিশু-কিশোরদের জন্যে রয়েছে কুইজ ও অন্যান্য প্রতিযোগিতা।’

সংবাদ সম্মেলনে খুলনার বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ বলেন, ‘জ্ঞানের বাহক হলো বই। তাই জ্ঞানভিত্তিক জাতি গড়তে নিয়মিত পাঠাভ্যাসের বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ই-বুকের পাশাপাশি কাগজে ছাপা বইয়ের প্রতিও আগ্রহ সৃষ্টি করতে হবে। মানুষের মাঝে পাঠাভ্যাস ফিরিয়ে আনতে বিভাগীয় বইমেলা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।’

সংবাদ সম্মেলনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসেইন শওকত, বিভাগীয় গণগ্রন্থাগারের প্রিন্সিপাল লাইব্রেরিয়ান-কাম-উপপরিচালক মোহাম্মদ হামিদুর রহমানসহ খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
৫ আগস্ট ‘ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস’, থাকবে সরকারি ছুটি
কাছারিবাড়িতে হামলায় সাম্প্রদায়িক বা রাজনৈতিক উদ্দেশ্য নেই, নিদর্শন অক্ষত: সংস্কৃতি মন্ত্রণালয়
ত্রিশালে জাতীয় কবির ১২৬তম জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন
সর্বশেষ খবর
বিশ্বকাপে খেলার অপেক্ষায় বাংলাদেশের ওয়াদিফা
বিশ্বকাপে খেলার অপেক্ষায় বাংলাদেশের ওয়াদিফা
বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ মোড়লের ভাই দেলোয়ার গ্রেফতার
বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ মোড়লের ভাই দেলোয়ার গ্রেফতার
সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন দাবি হিন্দু মহাজোটের
সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন দাবি হিন্দু মহাজোটের
সারা দেশে একদিনে গ্রেফতার আরও ১৪৮৭ জন
সারা দেশে একদিনে গ্রেফতার আরও ১৪৮৭ জন
সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত