X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

বাবার মৃত্যুর ১২ বছর পর একই জায়গায় বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন ছেলেও

যশোর প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৯

যশোরের অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজল সরকার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে অভয়নগর উপজেলার হরিশপুর গ্রামে ঘরের পেছনে সেচযন্ত্রে বিদ্যুৎ সংযোগের জন্য তার টানার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।

সুজল যে জায়গায় মারা গেছেন, ২০১৩ সালে ঠিক একই জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন তার বাবা উজ্জ্বল সরকার। তারা হরিশপুর গ্রামের বাসিন্দা।

২০২৩ সালে এসএসসি পাস করার পর থেকে সুজল ইঞ্জিনচালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বাড়িতে তিনি একাই থাকতেন।

মৃতের কাকা কল্লোল সরকার জানান, সুজল সরকারের বাড়ির পেছনে বিলে ১৬ কাঠার ছোট একটি মাছের ঘের রয়েছে। ওই ঘেরে বোরো চাষের সেচের জন্য একটি বৈদ্যুতিক মিটার ছিল। ২০১৩ সালে সেচের জন্য বৈদ্যুতিক মিটার থেকে সেচযন্ত্রে সংযোগ দেওয়ার জন্য তার টানার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার বাবা উজ্জ্বল সরকার মারা যান। এরপর থেকে পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন করে সংযোগটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

তিনি বলেন, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার কারণে মাছের ঘেরটিও জলাবদ্ধ ছিল। সুজল সেচযন্ত্র দিয়ে সেচে ঘেরের মধ্যে বোরো ধান লাগিয়েছেন। সেখানে সেচ দেওয়ার জন্য পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন করে তিনি পুনরায় একটি বৈদ্যুতিক মিটার পেয়েছেন। ক্ষেতে জমে থাকা অতিরিক্ত পানি বের করে দেওয়ার জন্য সুজল বেলা সাড়ে ১১টা থেকে সেচযন্ত্রে সংযোগের জন্য বিদ্যুতের তার টানছিলেন। এক পর্যায়ে দুপুর ১২টার দিকে তিনি পাশের বিদ্যুতের আর্থিংয়ের তারের ওপর পড়ে যান। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন। সেখান থেকে উদ্ধার করে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. রকিবুল ইসলাম বলেন, ‘দুপুর সোয়া ১টার দিকে সুজল সরকারকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তু আগেই তার মৃত্যু হয়েছে।’

অভয়নগর থানার ওসি মো. এমাদুল করিম বলেন, ‘‌‌‌বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজল সরকার মারা গেছেন। তার বাবাও একই জায়গায় একইভাবে মারা গিয়েছিলেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
খাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার লাশ উদ্ধার
বিদ্যুতায়িত গেট ছুঁয়ে প্রাণ গেলো হোটেল কর্মচারীর
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো দুই শিশুর
সর্বশেষ খবর
ফারিণের হাতে গোলাপ ও কুড়াল, কারণ কী!
ফারিণের হাতে গোলাপ ও কুড়াল, কারণ কী!
আন্তর্জাতিক ব্র্যান্ড পেনথিওন যাত্রা শুরু করেছে দেশে
আন্তর্জাতিক ব্র্যান্ড পেনথিওন যাত্রা শুরু করেছে দেশে
টেস্ট থেকে অবসরে কোহলি
টেস্ট থেকে অবসরে কোহলি
চবিতে ১৪ মে পঞ্চম সমাবর্তন, উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা
চবিতে ১৪ মে পঞ্চম সমাবর্তন, উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো