X
সোমবার, ১৭ মার্চ ২০২৫
৩ চৈত্র ১৪৩১

গাজীপুরে মিছিল নিয়ে সমাবেশে আসছেন শিক্ষার্থীরা

গাজীপুর প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৩আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সমাবেশের প্রস্তুতি চলছে গাজীপুরের রাজবাড়ী মাঠে। ইতোমধ্যে মাঠের পশ্চিম পাশে মঞ্চ তৈরির পর আশপাশের বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা বক্তব্য শুরু করেছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে রাজবাড়ী মাঠে মিছিল আসছে বিভিন্ন এলাকা থেকে। দুপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, গত রাতে ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা হামলার শিকার হন। এরপর সকাল থেকেই ওই এলাকাসহ গাজীপুর অনেকটা থমথমে। সাধারণ মানুষরা কিছুটা শঙ্কিত। পরিচয় না প্রকাশ করার শর্তে এ প্রতিবেদকের সঙ্গে কথা বলেছেন কেউ কেউ।

সকাল ৯টায় জয়দেবপুর রেলগেটে কথা হয় একজন রিকশাচালকের সঙ্গে। তিনি বলেন, ‘রাতে সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের বাসায় হামলার পর থেকেই রাতে ভাবছিলাম সকালে রিকশা নিয়ে বের হবো কিনা। কিন্তু পেটের দায়ে ঘর থেকে বের হয়েছি। যাত্রী তেমন নেই। আমরাও আতঙ্কে আছি কখন কী শুরু হয়ে যায়।’

রাজবাড়ী সড়কের কাঁচামাল এক ব্যবসায়ী বলেন, ‘প্রতিদিন সকালে দোকান খুললেও আজ একটু দেরি করে দোকান খুলেছি। সকালে শহরের পরিস্থিতি বুঝে তারপর দোকান খুললেও আতঙ্কে সময় পার করছি। কোনও ক্রেতা নেই। একদিন বেচাকেনা না হলে স্ত্রী, ছেলেমেয়ে নিয়ে না খেয়ে থাকতে হয়।’

পথচারীরা জানান, টেনশন নিয়ে তারা সড়কে চলাচল করছেন।

শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে হামলার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতারা ঘটনাস্থলে গেলে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজন হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, ‘গুরুতর আহত পাঁচ জন হলেন– গাজীপুরের সাইনবোর্ডের কামারজুরি এলাকার ফজলুর ছেলে শুভ শাহরিয়া (১৬), গাজীপুর গাছা থানার শরিপুর এলাকার মেহের আলীর ছেলে ইয়াকুব (২৪), টঙ্গী পূর্ব থানার মধুমিতা রোড এলাকার গণেশ ঘোষের ছেলে সৌরভ (২২), গাছা থানার আলহেরা পেট্রোল পাম্প এলাকার হাজী জামালের ছেলে কাশেম (১৭) এবং জয়দেবপুর মেট্রো থানার জোড়পুকুর এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে হাসান (২২)। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক নাবিল বলেন, ‘ছাত্রদের ওপর ন্যক্কারজনক হামলার ঘটনার যদি কোনও সুষ্ঠু বিচার না করা হয় তাহলে মার্চ টু গাজীপুর কর্মসূচি প্রদান করা হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের নেতাকর্মীরা বলেন, ‘হামলায় আহত ব্যক্তিদের প্রায় সবাইকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় আহতদের দেখতে গত রাত ৩টার দিকে হাসপাতালটিতে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।’

শিক্ষার্থীদের ওপর এ হামলার প্রতিবাদে শনিবার দুপুরে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠে বিশাল বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আছে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা যেন না হয় সেদিকে খেলায় রাখছি আমরা।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টঙ্গীতে ওয়ালটনের নতুন শোরুম উদ্বোধন
টঙ্গীতে ওয়ালটনের নতুন শোরুম উদ্বোধন
দ্বিতীয় মেয়াদের জন্য ট্রাম্প অনেক বেশি প্রস্তুত: মোদি
দ্বিতীয় মেয়াদের জন্য ট্রাম্প অনেক বেশি প্রস্তুত: মোদি
ঈদযাত্রায় সড়কে দুর্ঘটনা রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান
ঈদযাত্রায় সড়কে দুর্ঘটনা রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান
প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে: ইসলামী আন্দোলন
প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে: ইসলামী আন্দোলন
সর্বাধিক পঠিত
জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি
জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি
ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪
ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: এনডিটিভিকে মার্কিন গোয়েন্দা প্রধান
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: এনডিটিভিকে মার্কিন গোয়েন্দা প্রধান
সোমবার বেবিচক কর্মচারীদের বিক্ষোভ
সোমবার বেবিচক কর্মচারীদের বিক্ষোভ
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল