X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

শিক্ষাসফরের বাসে ডাকাতির ঘটনায় আরও ২ জন গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি
০৩ মার্চ ২০২৫, ১৭:৪৯আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১৭:৪৯

টাঙ্গাইলে ঘাটাইলে শিক্ষাসফরের তিনটি বাসে ডাকাতির ঘটনায় আরও দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন– রংপুরের পীরগঞ্জের শফিকুল ইসলাম শরিফ (১৯) এবং রূপন চন্দ্র ভাট (২৪)। এ সময় তাদের কাছ থেকে একটি লুণ্ঠিত মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ সুপার বলেন, ‘এ ঘটনায় প্রথমে লুণ্ঠিত মালামালসহ চার জনকে গ্রেফতার করা হয়। তাদের ভুক্তভোগী ভিকটিমের মাধ্যমে যাচাই করে এ ঘটনায় জড়িত হিসেবে চিহ্নিত করা হয়। পরে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২৭ ফেব্রুয়ারি গাজীপুর সদর এবং বাসান এলাকা থেকে ঘটনায় জড়িত শফিকুল ইসলাম শরিফ ও রূপন চন্দ্র ভাটকে গ্রেফতার করা হয়।

‘এ সময় তাদের কাছ থেকে একটি লুণ্ঠিত মোবাইল এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান উদ্ধার করা হয়। এই দুই জন বর্তমানে পুলিশের রিমান্ডে রয়েছে। অন্য চার জন বর্তমানে টাঙ্গাইল কারাগারে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষাসফরের বাসে ডাকাতির ঘটনায় জড়িত অন্য পাঁচ জনকে গত শনিবার দিবাগত রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়ার একটি বাড়িতে ডাকাতি করে পালানোর সময় গ্রেফতার করেছে পুলিশ। তাদের শ্যোন অ্যারেস্ট দেখিয়ে টাঙ্গাইলে আনা হবে।’

প্রসঙ্গত, ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষাসফরের জন্য চার বাসে রওনা দেন নাটোরের গ্রিনভ্যালি পার্কের উদ্দেশে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে বাসগুলো ঘাটাইল উপজেলার লক্ষণের বাধা এলাকায় পৌঁছালে ডাকাত দলের কবলে পড়ে। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল লুট করে নিয়ে যায় ডাকাতরা। পরে ওইদিন রাতে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সোয়াইতপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান বাদী হয়ে ডাকাতির ঘটনায় মামলা করেন।

/এমএএ/
সম্পর্কিত
গুলি চালিয়ে ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
ডিবি পরিচয়ে ডাকাতি: ২২ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ৪
মৌলভীবাজারে ডাকাতি: অস্ত্র-গুলি ও আট লাখ টাকাসহ গ্রেফতার ৭
সর্বশেষ খবর
চলন্ত মোটরসাইকেলে ককটেল নিক্ষেপ, দুই ভাই আহত
চলন্ত মোটরসাইকেলে ককটেল নিক্ষেপ, দুই ভাই আহত
পাকিস্তান যুদ্ধ বেছে নিয়েছে: শেবাগ
পাকিস্তান যুদ্ধ বেছে নিয়েছে: শেবাগ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার পর চূড়ান্ত আন্দোলন শুরু হবে: সারজিস আলম
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার পর চূড়ান্ত আন্দোলন শুরু হবে: সারজিস আলম
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ