ঢাকার ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির ইসি সদস্য ও আজীবন সদস্যদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি পার্টি সেন্টারে এই আয়োজন করা হয়।
সমিতির সভাপতি একেএম রেজাউল হকের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন– সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তৌফিকুল ইসলাম মিথিল, উপদেষ্টা তকদীর হোসেন ও মো. জসিম, সহ-সভাপতি শিল্পপতি আক্তার হোসেন, সমিতির সাধারণ যুগ্ম সাধারণ সম্পাদক দোজা, সাংগঠনিক সম্পদক রাজিব আহসান চৌধুরী পাপ্পু, যুগ্ম কোষাধ্যক্ষ মুহম্মদ মাসুদুর রহমান, সহ-দফতর সম্পাদক কাজী আনিসুল হক সোহেলসহ সমিতির ইসি ও আজীবন সদস্যরা।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে শুরু হয়। পরে মুক্ত আলোচনায় অংশ নেন তকদীর হোসেন, মো. জসিম, ড. তৌফিকুল ইসলাম মিথিল, মো. আক্তার হোসেন, মিলন. নাদিম সুমন, পারুল আক্তারসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকার ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক (দফতর) লুৎফুল হাই ভূঁইয়া।