X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

হত্যার ঘটনায় শেখ হাসিনার মধ্যে এখনও কোনও অনুশোচনা সৃষ্টি হয়নি: রুহুল কবির রিজভী

রংপুর প্রতিনিধি
২৫ মার্চ ২০২৫, ২২:০৮আপডেট : ২৫ মার্চ ২০২৫, ২২:১৩

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশ থেকে পালিয়ে গিয়েও শেখ হাসিনার মানসিকতা থেকে এখনও খুনের ভাব, হত্যাকারীর ভাব যায়নি। এখনও তিনি প্রতিহিংসা ও প্রতিশোধে ভুগছেন। তার মধ্যে এখন পর্যন্ত হত্যার ঘটনায় কোনও ধরনের অনুশোচনা সৃষ্টি হয়নি।’

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় রংপুর মেডিক্যাল কলেজে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা নানাভাবে দেখছি, ভিডিও ভাইরাল হচ্ছে, সেখানে শেখ হাসিনা বক্তব্য দিচ্ছেন, দলের নেতাদের সঙ্গে কথা বলছেন। গাইবান্ধায়, সাতক্ষীরা, গোপালগঞ্জে- কোনও না কোনও জায়গায় কথা বলছেন। তাতে বোঝা যাচ্ছে, তার মধ্যে দুই হাজার মানুষকে হত্যার ঘটনায় কোনও অনুশোচনাই নেই।

‘বিভিন্ন সময় ভাইরাল ভিডিওতে শেখ হাসিনার যেসব বক্তব্য শোনা যায়, তাতে তার অত্যাচারী মনোভাবই প্রকাশ পায়। জুলাই আন্দোলনের আগে ও পরে সব সময় আওয়ামী লীগ মিথ্যাচার করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে আবু সাঈদকে হত্যা করা হয়েছে। যে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে অগ্নিস্ফুলিঙ্গের প্রবাহ সারা দেশে বয়ে গেছে। যার পথরেখা ধরে আমরা মুগ্ধের আত্মদান দেখেছি। আমরা আহনাফ, ফাইয়াজের আত্মদান দেখেছি। এসব বাচ্চারা-কিশোররা নির্ভীকভাবে বুকের বোতাম খুলে দিয়ে পুলিশ-র‌্যাবের সামনে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে।’ 

রুহুল কবির রিজভী শেখ হাসিনা ও তার দোসরদের অবিলম্বে বিচার শুরু করার দাবি জানান।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন– ড্যাবের সাবেক কেন্দ্রীয় মহাসচিব ডাক্তার আব্দুস সালাম। রংপুর মেডিক্যাল ইউনিট সভাপতি ডাক্তার মাহফুজুর রহমানসহ ড্যাব এবং রংপুর জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

/এমএএ/
সম্পর্কিত
বিএনপি নেতার টাকা দাবির অডিও রেকর্ড ভাইরাল, ‘এডিটেড’ বলছেন অভিযুক্ত
বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব, প্রধান শিক্ষকের চেয়ার ঝুলছে গাছে
নীতি প্রণয়নে তরুণদের সম্পৃক্ত করতে বিএনপির কর্মসূচি শুরু শুক্রবার
সর্বশেষ খবর
যমুনায় অবস্থান কর্মসূচিতে একাত্মতা জামায়াতের প্রতিনিধি দলের
যমুনায় অবস্থান কর্মসূচিতে একাত্মতা জামায়াতের প্রতিনিধি দলের
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
হজ কার ওপর ফরজ এবং এর কী ফজিলত
হজ কার ওপর ফরজ এবং এর কী ফজিলত
পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহতের দাবি ভারতীয় সেনাবাহিনীর
পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহতের দাবি ভারতীয় সেনাবাহিনীর
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ