গাইবান্ধা সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে আবু বক্কর সিদ্দিক (২৭) নামে এক র্যাব সদস্যের মৃত্যু হয়েছে। রবিবার (১১ মে) রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহার বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা র্যাব- ১৩ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু বক্কর সিদ্দিক কর্তব্যরত অবস্থায় রবিবার রাতে ক্যাম্পে ফিরছিলেন। এ সময় তার আরেক সদস্যের সঙ্গে মোটরসাইকেলে সাহার বাজার পৌঁছান। তখন হঠাৎ কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে। ডালের আঘাতে আবু বক্কর সিদ্দিক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া তার সঙ্গে থাকা আরেক সদস্যও আহত হয়েছেন।
এ বিষয়ে সাদুল্লাপুর স্বাস্থ্য ও পরিবার পরিবল্পনা কর্মকর্তা ডা. শাহীনুল ইসলাম মণ্ডল জানান, র্যাব সদস্য আবু বক্কর সিদ্দিককে (২৭) রবিবার রাত ১০টা ৪৫ মিনিটে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
এ ঘটনার সত্যতা স্বীকার করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ‘কালবৈশাখী ঝড়ে র্যাবের এক সদস্য নিহত হয়েছেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা তা জানা নেই।’