X
সোমবার, ১৯ মে ২০২৫
৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সিলেটে ৩ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

সিলেট প্রতিনিধি
১৯ মে ২০২৫, ১৭:৫২আপডেট : ১৯ মে ২০২৫, ১৭:৫২

সিলেটের গোয়াইনঘাটে কৃষক তেরা মিয়া (৩০) হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৯ মে) দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক ঝলক রায় এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন– গোয়াইনঘাটের নয়াপাড়া বীরমঙ্গল হাওরের আব্দুল কাদির, আব্দুল নূর ও আব্দুল জলিল। এ ছাড়া অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডপ্রাপ্তদের অপর দুই ভাই আব্দুল শুক্কুর ও রহমত উল্লাহকে।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. খালেদ আহমদ। তিনি বলেন, ‘মামলায় ২৪ জন সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। রায় প্রদান কালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।’

আদালত সূত্রে জানা গেছে, গোয়াইনঘাটের নয়াপাড়া বীরমঙ্গল হাওর গ্রামের সুরুজ মিয়ার পরিবারের সঙ্গে একই গ্রামের আব্দুল কাদিরের জমিজমা নিয়ে বিরোধ ছিল। ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি রাতে আব্দুল কাদিরের ভাইয়েরা সুরুজ মিয়ার বাড়িতে গিয়ে হামলা চালান। এ সময় পরিবারের অন্য সদস্যদের পাশাপাশি তেরা মিয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যান হামলাকারীরা। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন নিহতের বড় ভাই সুরুজ মিয়া বাদী হয়ে গোয়াইনঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ৩০ জুন গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম পাঁচ ভাইকে অভিযুক্ত করে হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করেন। পরে ২০১১ সালের ১০ এপ্রিল আদালতে চার্জ গঠন করে মামলার বিচারকাজ শুরু হয়।

/এমএএ/
সম্পর্কিত
ছয় বছরের শিশু ধর্ষণ: যুবকের যাবজ্জীবন
নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৬
শিক্ষার্থী ধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন
সর্বশেষ খবর
এশিয়া কাপে অংশ না নেওয়ার খবরে যা বললো বিসিসিআই
এশিয়া কাপে অংশ না নেওয়ার খবরে যা বললো বিসিসিআই
হলমার্কের জেসমিনের জামিন আবেদন খারিজের আদেশ আপিলেও বহাল
হলমার্কের জেসমিনের জামিন আবেদন খারিজের আদেশ আপিলেও বহাল
দিনভর শ্রম ভবনে ঢুকতে পারেননি কর্মকর্তারা, দাবি আদায়ে অনড় শ্রমিকরা
দিনভর শ্রম ভবনে ঢুকতে পারেননি কর্মকর্তারা, দাবি আদায়ে অনড় শ্রমিকরা
এনবিআর সংস্কার আন্দোলনে সাময়িক বিরতি, আলোচনায় যাচ্ছে ঐক্য পরিষদ
এনবিআর সংস্কার আন্দোলনে সাময়িক বিরতি, আলোচনায় যাচ্ছে ঐক্য পরিষদ
সর্বাধিক পঠিত
আরও দুর্বল হলো টাকা
আরও দুর্বল হলো টাকা
ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী
ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী
সিরাজগঞ্জে চাহিদার তুলনায় বেশি ৪ লাখ কোরবানির পশু
সিরাজগঞ্জে চাহিদার তুলনায় বেশি ৪ লাখ কোরবানির পশু
‘হাসনাত আবদুল্লাহ বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় আসতে দেওয়া হবে না’
‘হাসনাত আবদুল্লাহ বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় আসতে দেওয়া হবে না’
আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নতুন ব্যানার: সরেজমিন যা দেখা গেলো
আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নতুন ব্যানার: সরেজমিন যা দেখা গেলো