X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

খুলনায় ১৮ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা উন্নয়ন কমিটির

খুলনা প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৬, ০২:৩৮আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ০২:৪২

খুলনা বৃহত্তর খুলনায় গ্যাস সরবরাহসহ ১৮ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। মঙ্গলবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উন্নয়ন কমিটির মহাসচিব শেখ মোশাররফ হোসেন।
কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ৭ এপ্রিল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবিতে ১০ এপ্রিল সংবাদ সম্মেলন ও খুলনায় গ্যাস সরবরাহের দাবিতে ২০ এপ্রিল আড়ংঘাটা বাইপাস গ্যাস স্টেশনে সমাবেশ ও অবস্থান ধর্মঘট পালন।
অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- খুলনায় বিমানবন্দর নির্মাণ, এক হাজার শয্যার মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, খুলনা-মংলা রেল লাইন নির্মাণসহ মংলা বন্দর আধুনিকায়ন, মেরিন একাডেমি ও ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা, টেক্সটাইল পল্লী স্থাপন, ভৈরব সেতু নির্মাণ,বিভাগীয় শহরে আধুনিক শিশু হাসপাতাল প্রতিষ্ঠা, পাঁচ তারকা হোটেল নির্মাণ, সুন্দরবন কেন্দ্রিক বিশ্বমানের পর্যটন কেন্দ্র স্থাপন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল সৃষ্টি,খুলনা নিউজপ্রিন্ট মিল চালু, খুলনা-দর্শনা ডবল রেললাইন ও খুলনা-কলকাতা ট্রেন চালু, খুলনা-ঢাকা দ্রুতগামী রেলের সংখ্যা বৃদ্ধি এবং জাতীয় বাজেটে বৃহত্তর খুলনার উন্নয়নে পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, খুলনা মহানগর বিএনপি’র সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, উন্নয়ন কমিটির নেতা শাহীন জামাল পন, অ্যাডভোকেট শেখ আবুল কাশেম,অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ, মনিরুজ্জামান রহিম, অধ্যাপক মো. আবুল বাসার, মো. বদিয়ার রহমান (মাস্টার), মিজানুর রহমান জিয়া, আফজাল হোসেন রাজু, সামছুল কাদের মজনু, শেখ গোলাম সরোয়ার, শিকদার আব্দুল খালেক, এস এম আকতার উদ্দিন পান্নু, হুমায়ুন রেজা খান মিঠু, জয়নাল আবেদীন বাবলু, বিশ্বাস জাফর আহমেদ, শাহ্ মামুনুর রহমান তুহিন, মুন্সি রিয়াজ হোসেন, কাজী মিরাজ হোসেন প্রমুখ।

 

/এসএনএইচ/এমএসএম/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ