X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

জমে উঠছে শত বছরের পুরনো কসবার গরুর হাট

বরিশাল প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৭, ০৭:৩১আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ০৮:৩৪

কসবার গরুর হাট ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে দেশের অন্যতম বৃহৎ কসবার গরুর হাট। বরিশালের গৌরনদী পৌর এলাকার এই হাট শত বছরের পুরনো। হাটের কাছেই মহাসড়ক ও আড়িয়াল খাঁর শাখা পালরদী নদীর অবস্থান হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে এই হাটের যোগাযোগ খুব সহজ। সেই সুযোগেই কসবার হাটে আসতে শুরু করেছে দেশের বিভিন্ন এলাকার গরু। সারাবছর বৃহস্পতিবার করে এই হাট বসলেও ঈদকে সামনে রেখে গত মঙ্গলবার (২২ আগস্ট) থেকে প্রতিদিনই বসছে হাট। গত দুই দিনে এই হাটে বিক্রি হয়েছে সহস্রাধিক গরু।
হাটের ইজারাদার আব্দুর রাজ্জাক হাওলাদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঈদ উপলক্ষে ২২ তারিখ থেকে চলছে হাট। কসবার প্রতি হাটে চার থেকে পাঁচশ গরু বিক্রি হয়ে থাকে। ঈদের হাটে এর পরিমাণ আরও বাড়বে।’
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বড় পাইকারি ব্যবসায়ীরাও দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ট্রাক ভর্তি করে এই হাটে গরু আনেন বিক্রির জন্য। এছাড়া, খুচরা ও ছোট পাইকারি ব্যবসায়ীরাও গ্রাম ঘুরে কৃষকদের কাছ থেকে গরু নিয়ে আসেন এই হাটে। এরই মধ্যে এই হাটে দেশি গরু ছাড়াও দেখা মিলতে শুরু করেছে ভারতীয় ও নেপালি গরুর। তবে দেশি গরুর চাহিদাই বেশি।
ঈদের সময় টানা হাট চলে বলে এ গরুর হাটকে কেন্দ্র করে গরু ওঠানো-নামানো, নাওয়া-খাওয়া ও পাহারার জন্য আশপাশের কসবা, বানীয়াশুরি, চরদিয়াশুর, কালকিনির রমজানপুর, চরআইরকান্দি, সাহেবরামপুর, কয়ারিয়া, আগৈলঝাড়ার পয়সারহাট, বাশাইল, কোটালীপাড়া ও বান্ধাবাড়ি এলাকার কয়েকশ মানুষের সাময়িক কর্মসংস্থান তৈরি হয়।
ঈদকে সামনে রেখে কসবার হাটে বেড়েছে গরুর ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি বুধবার (২৩ আগস্ট) ফরিদপুর থেকে কসবার হাটে এসেছিলেন পাইকারি গরু ব্যবসায়ী রশিদ মোল্লা। তিনি বলেন, ‘এ বছর ভারতীয় গরুর চালান কম আসবে বলে গুজব ছড়িয়ে দেশি গরুর দাম গত বছরের তুলনায় ২০ থেকে ৩০ ভাগ বেশি চাওয়া হচ্ছে। গতবারও এমন হয়েছিল। তবে শেষের দিকে ভারতীয় গরু আসায় দাম পড়ে গিয়েছিল। এবারেও তাই হওয়ার সম্ভবনা বেশি।’ তবে বিদেশি ও বড় গরুর তুলনায় দেশি এবং মাঝারি আকৃতি ও দামের গরুর চাহিদা সবসময় বেশি বলে জানান তিনি।
স্থানীয় প্রবীণ ব্যক্তি রহমত আলী (৭২) জানান, একসময় গোটা দক্ষিণাঞ্চলে গরুর বড় হাট ছিল বর্তমান মাদারীপুর জেলার গোপালপুর এলাকায়। সেখানকার হাট পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে বিরোধের জের ধরে কসবার মোচন খান, পবন খান, গনি মুন্সী, জহুর আলী খান, কাসেম খানসহ ১০/১৫ জন গরু ব্যবসায়ীরা কসবার এই হাট প্রতিষ্ঠা করেন।
রহমত আলী বলেন, ‘আগে এ হাটে গরু কেনার জন্য ব্যবসায়ীরা ১৫/২০টি বালামি নৌকা (ট্রলার) নিয়ে আসতেন। প্রতিটি নৌকায় দেড় থেকে দুইশ গরু ভর্তি করে নিয়ে যেতেন ব্যবসায়ীরা। এখন তো অনেক জায়গায় গরুর হাট হয়ে গেছে। তাই আগের মতো এত গরু বিক্রি হয় না এই হাটে। তারপরও এই এলাকায় এত বড় হাট আর নেই।’

আরও পড়ুন-
ভাঙছে সৈকত, প্রাণ হারাচ্ছে কুয়াকাটা

কুয়াকাটায় বাসস্ট্যান্ডের অভাবে পর্যটকদের ভোগান্তি চরমে

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কালুরঘাটে হচ্ছে নতুন সেতু, ভিত্তিপ্রস্তরে থাকছে না প্রধান উপদেষ্টার নাম
কালুরঘাটে হচ্ছে নতুন সেতু, ভিত্তিপ্রস্তরে থাকছে না প্রধান উপদেষ্টার নাম
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি