X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

অস্ত্র দেখিয়ে ৩৬ লাখ টাকার চেক নেওয়ার অভিযোগ আ. লীগ নেতার বিরুদ্ধে

বরিশাল প্রতিনিধি
২১ মে ২০১৯, ১০:১৩আপডেট : ২১ মে ২০১৯, ১০:২৭

আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান ফরহাদ মুন্সী বরিশালের গৌরনদীর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান ফরহাদ মুন্সীর বিরুদ্ধে উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তাকে অস্ত্র দেখিয়ে ৩৬ লাখ টাকার চেক লিখে নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সোমবার (২০ মে) বিকালে খাদ্য গুদাম কর্মকর্তা সুভাষ চন্দ্রপাল লিখিত অভিযোগ করেছেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাছরিনের কাছে।

লিখিত অভিযোগে সুভাষ চন্দ্রপাল উল্লেখ করেছেন, সরকারের চাল সংগ্রহ কার্যক্রমে এক হাজার ১২০ মেট্রিকটন চাল সরবরাহের কাজ পান এলাহী অটোরাইস মিলের মালিক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী। তিনি কোনও প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে গৌরনদী খাদ্য গুদামে পঁচা চাল ও ছেড়া বস্তা দিয়ে আসছেন। এতে বাধা দিলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি।

তিনি আরও বলেন, ‘ঘটনার দিন ১৮ মে ধান সংগ্রহের জন্য আমরা যখন ব্যস্ত তখন ফরহাদ হোসেন গুদামে চাল দেওয়ার প্রস্তাব করেন। আমি চাল না নিয়ে ধান ক্রয় সংক্রান্ত প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের জন্য গুদাম খালি রাখার কথা জানালে তিনি আমাকে হুমকি দিয়ে রুমের মধ্যে অবরুদ্ধ করে রাখেন। এক পর্যায়ে আমার টেবিলের ওপর অস্ত্র রেখে ভয় দেখায় এবং হুমকি দেয় উপজেলায় চাকরি করতে হলে তার নির্দেশ মানতে হবে। এরপর চাল না দিয়ে তিনি জোরপূর্বক আমার কাছ থেকে ৩৬ লাখ ৭২০ টাকার অগ্রিম চেক নেয়।’

খাদ্য গুদাম কর্মকর্তা বলেন, ‘কর্মক্ষেত্রে আমার নিরাপত্তার কথা ভেবে ইউএনও বরাবর অভিযোগ করি।’

ইউএনও খালেদা নাছরিন জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ফরহাদ হোসেন বলেন, ‘১৮ নয়, ১৯ মে উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তার কার্যালয়ে গিয়েছিলাম। সেখানে বিল পাওনা ছিল। বিলের ওঠানোর জন্য চেক নিয়ে এসেছি। হুমকি বা ভয়ভীতি দেখানোর কোনও ঘটনা ঘটেনি।’

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীরা মারামারি করে: আসিফ নজরুল
মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীরা মারামারি করে: আসিফ নজরুল
পটিয়ার ঘটনা আবার ঘটলে ৫ আগস্টের পুনরাবৃত্তি হবে: হাসনাত আবদুল্লাহ
পটিয়ার ঘটনা আবার ঘটলে ৫ আগস্টের পুনরাবৃত্তি হবে: হাসনাত আবদুল্লাহ
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি