X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

গলাচিপায় জমি নিয়ে বিরোধ: এক পক্ষের হামলায় কৃষকের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
২২ অক্টোবর ২০২০, ২০:২৫আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২০:২৫

পটুয়াখালী পটুয়াখালীর গলাচিপায় জমি নিয়ে বিরোধে এক পক্ষের হামলায় কাশেম মৃধা (৪৫) নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত কাশেম মৃধা গালাচিপা উপজেলার চরবিশ্বাস গ্রামের আজাহার মৃধার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরবিশ্বাস ইউনিয়ানের চরওয়াহ গ্রামে একই উপজেলার মুজিব নগর ইউনিয়ানের আলমগীর ডাক্তার ও বর মাঝির নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন লাঠি সঙ্গে নিয়ে ধান কাটতে যায়। এ সময় চরবিশ্বাস ইউনিয়ানের কৃষক কাশেম মৃধাসহ কয়েকজন তাদের বাঁধা দিলে লাঠিয়ালরা তাদের ওপরে হামলা করে। এতে কাশেম মৃধা (৪৫), সবুজ মৃধা (২১), বাবুল হাওলাদার (৪২) সোলায়মান মৃধা (২৮)-সহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

আহতদের গালাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যালে রেফার করা হয়। সেখানকার চিকিৎসকরা  কাশেম মৃধা ও সবুজ মৃধাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। বৃহস্পতিবার ভোরে কাশেম মৃধা ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চরবিশ্বাস ইউনিয়ানের চেয়ারম্যান মো. তোফাজ্জেল হোসাইন বাবুল বলেন, ‘দীর্ঘদিন ধরেই ওই জায়গার সীমানা নিয়ে বিরোধ চলছিল ভোলাইয়াদের সঙ্গে। কিন্তু বিএস ও আরএস রেকর্ড আমাদের নামে, তাদেরও কিছু কাগজপত্র আছে বলে তারা দাবি করে। দিনদিন মারামারি হয়, তাই উভয় পক্ষ নিয়ে এক জায়গায় বসে ওই জায়গা সমান ভাগ করে দিয়েছি। আর বলা হয়েছে, মামলার বিচারে যারা যেটুকু পাবে তা নেবে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, মৃত্যুর খবর শুনেছি। এখনও কোনও মামলা হয়নি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব ছিল আ.লীগ নিষিদ্ধ করা: নাহিদ ইসলাম
অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব ছিল আ.লীগ নিষিদ্ধ করা: নাহিদ ইসলাম
আ.লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিয়েছেন মাদ্রাসার শিক্ষার্থীরাও
আ.লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিয়েছেন মাদ্রাসার শিক্ষার্থীরাও
কয়েকশ নেতাকর্মী নিয়ে আ.লীগের নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিলেন নাহিদ
কয়েকশ নেতাকর্মী নিয়ে আ.লীগের নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিলেন নাহিদ
আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল
আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ