X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি ফিরছেন ববির আটকেপড়া শিক্ষার্থীরা

বরিশাল প্রতিনিধি
১৫ জুলাই ২০২১, ১৯:২৭আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৯:৩০

কঠোর লকডাউনে আটকে পড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের নিজস্ব পরিবহনে বাড়ি পাঠানো শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৫ জুলাই) প্রথম দিন বরগুনা, বাগেরহাট, যশোর, নাটোর, বগুড়া ও রংপুরের উদ্দেশে ছয়টি বাস ছেড়ে গেছে।

আগামীকাল শুক্রবার বিভিন্ন রুটে আরও ১২টি বাস ছেড়ে যাবে। এ জন্য পাঁচ দফা নির্দেশনা জারি করেছেন ববি কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের সাতটি বাস এবং বিআরটিসির ভাড়া করা পাঁচটি বাস (এর মধ্যে দুইটি ডাবল ডেকার) শিক্ষার্থীদের পরিবহনে নিয়োজিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস বলেন, ‘সশরীরে পরীক্ষা দিতে এসে কঠোর লকডাউনে আটকে পড়েছিলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজস্ব পরিবহন ব্যবস্থায় তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছে।’

প্রথম দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পটুয়াখালী হয়ে বরগুনার আমতলী পর্যন্ত দুইটি, বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-বাগেরহাট পর্যন্ত একটি, বরিশাল থেকে যশোর পর্যন্ত দুইটি এবং একটি বাস বরিশাল-নাটোর-বগুড়া-রংপুর রুটে ছেড়ে যায়। ছয়টি বাসে ২৪৩ শিক্ষার্থীকে বাড়ি পাঠানো হয়।

দ্বিতীয় দিন সকালে ক্যাম্পাস থেকে সরাসরি খুলনার উদ্দেশে তিন, সাতক্ষীরার উদ্দেশে তিন, মাগুরা-ঝিনাইদহের উদ্দেশে দুইটি, কুষ্টিয়ার উদ্দেশে একটি, ফরিদপুর-রাজবাড়ির উদ্দেশে দুইটি এবং গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে একটি বাস।

এ বিষয়ে একাধিক শিক্ষার্থী বলেন, লকডাউন শিথিল হলেও দ্বিগুণ ভাড়া দিয়ে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরতে হতো। গণপরিবহনে যাতায়াত করলে অনেক শিক্ষার্থীর করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের করোনা ঝুঁকি থেকে রক্ষা করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করায় উপাচার্যকে ধন্যবাদ জানান শিক্ষার্থীরা।

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পরিবহন ব্যবস্থায় বাড়ি ফেরা শিক্ষার্থীদের জন্য পাঁচ দফা নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্দেশনাগুলো হলো- বাসে ওঠার সময় শিক্ষার্থীদেরকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখাতে হবে, বাসে ওঠার আগে শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে নিতে হবে এবং কারোর করোনা উপসর্গ থাকলে তার যাত্রা পরিহার করতে হবে, যাত্রাকালে অবস্থায় নাক-মুখ ঢেকে মাস্ক পরিধান বাধ্যতামূলক, বড় লাগেজ ও ব্যাগ পরিহার করতে হবে, বিশ্ববিদ্যালয়ের বাসে মালামাল ও লাগেজ পরিবহণের জন্য বক্স সুবিধা না থাকায় ব্যাগ সঙ্গে রাখতে হবে এবং পথিমধ্যে চালকের মনোযোগ নষ্ট হতে পারে এমন কর্মকাণ্ড (গান বাজনা ও নাচানাচি ইত্যাদি) পরিহার করতে হবে।

/এফআর/
সম্পর্কিত
ববি সাংবাদিক সমিতির সভাপতি জাকির, সম্পাদক ইমদাদুল
শিক্ষার্থীদের আত্মহত্যা রোধে চালু হচ্ছে কাউন্সেলিং দফতর
নাজিরপুরে নৌকার কর্মীকে কুপিয়ে জখম করেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা
সর্বশেষ খবর
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত