X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি ফিরছেন ববির আটকেপড়া শিক্ষার্থীরা

বরিশাল প্রতিনিধি
১৫ জুলাই ২০২১, ১৯:২৭আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৯:৩০

কঠোর লকডাউনে আটকে পড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের নিজস্ব পরিবহনে বাড়ি পাঠানো শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৫ জুলাই) প্রথম দিন বরগুনা, বাগেরহাট, যশোর, নাটোর, বগুড়া ও রংপুরের উদ্দেশে ছয়টি বাস ছেড়ে গেছে।

আগামীকাল শুক্রবার বিভিন্ন রুটে আরও ১২টি বাস ছেড়ে যাবে। এ জন্য পাঁচ দফা নির্দেশনা জারি করেছেন ববি কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের সাতটি বাস এবং বিআরটিসির ভাড়া করা পাঁচটি বাস (এর মধ্যে দুইটি ডাবল ডেকার) শিক্ষার্থীদের পরিবহনে নিয়োজিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস বলেন, ‘সশরীরে পরীক্ষা দিতে এসে কঠোর লকডাউনে আটকে পড়েছিলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজস্ব পরিবহন ব্যবস্থায় তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছে।’

প্রথম দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পটুয়াখালী হয়ে বরগুনার আমতলী পর্যন্ত দুইটি, বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-বাগেরহাট পর্যন্ত একটি, বরিশাল থেকে যশোর পর্যন্ত দুইটি এবং একটি বাস বরিশাল-নাটোর-বগুড়া-রংপুর রুটে ছেড়ে যায়। ছয়টি বাসে ২৪৩ শিক্ষার্থীকে বাড়ি পাঠানো হয়।

দ্বিতীয় দিন সকালে ক্যাম্পাস থেকে সরাসরি খুলনার উদ্দেশে তিন, সাতক্ষীরার উদ্দেশে তিন, মাগুরা-ঝিনাইদহের উদ্দেশে দুইটি, কুষ্টিয়ার উদ্দেশে একটি, ফরিদপুর-রাজবাড়ির উদ্দেশে দুইটি এবং গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে একটি বাস।

এ বিষয়ে একাধিক শিক্ষার্থী বলেন, লকডাউন শিথিল হলেও দ্বিগুণ ভাড়া দিয়ে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরতে হতো। গণপরিবহনে যাতায়াত করলে অনেক শিক্ষার্থীর করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের করোনা ঝুঁকি থেকে রক্ষা করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করায় উপাচার্যকে ধন্যবাদ জানান শিক্ষার্থীরা।

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পরিবহন ব্যবস্থায় বাড়ি ফেরা শিক্ষার্থীদের জন্য পাঁচ দফা নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্দেশনাগুলো হলো- বাসে ওঠার সময় শিক্ষার্থীদেরকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখাতে হবে, বাসে ওঠার আগে শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে নিতে হবে এবং কারোর করোনা উপসর্গ থাকলে তার যাত্রা পরিহার করতে হবে, যাত্রাকালে অবস্থায় নাক-মুখ ঢেকে মাস্ক পরিধান বাধ্যতামূলক, বড় লাগেজ ও ব্যাগ পরিহার করতে হবে, বিশ্ববিদ্যালয়ের বাসে মালামাল ও লাগেজ পরিবহণের জন্য বক্স সুবিধা না থাকায় ব্যাগ সঙ্গে রাখতে হবে এবং পথিমধ্যে চালকের মনোযোগ নষ্ট হতে পারে এমন কর্মকাণ্ড (গান বাজনা ও নাচানাচি ইত্যাদি) পরিহার করতে হবে।

/এফআর/
সম্পর্কিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম
আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে অব্যাহতি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
কোনও কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন: আলী রীয়াজ
কোনও কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন: আলী রীয়াজ
খুলনায় অসুস্থ নারীর পাশে দাঁড়ালো ‘স্বপ্ন’ কর্মীরা
খুলনায় অসুস্থ নারীর পাশে দাঁড়ালো ‘স্বপ্ন’ কর্মীরা
সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে, মির্জা ফখরুলের প্রত্যাশা
সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে, মির্জা ফখরুলের প্রত্যাশা
দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
সর্বাধিক পঠিত
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে