X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ঝালকাঠি প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫:০৯আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩৭

নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় পলাতক থাকা ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান বাচ্চুর বিচার দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে স্থানীয়রা বিক্ষোভ করেন। 

এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী ধর্ষণ মামলার আসামি চেয়ারম্যানের বিচার দাবি করেন। তারা চেয়ারম্যান আখতারুজ্জামান বাচ্চুর কুশপুত্তলিকা দাহ এবং কুলকাঠি সড়কে বিক্ষোভ মিছিল করেন। 

উল্লেখ্য, চাকরি ও বিয়ের করার কথা বলে ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান বাচ্চুর বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠে। তার নামে রাজধানীর খিলগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ১২ জানুয়ারি মামলা দায়ের করেছে ভুক্তভোগী ওই কিশোরী। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৭ থেকে ৮ মাস আগে বাচ্চুর সঙ্গে ওই কিশোরীর মোবাইল ফোনে পরিচয় হয়। পরিচয় সূত্রে ওই কিশোরীকে ঢাকায় চাকরি দেবে এবং বিয়ে করবে বলে গত বছরের ১৩ ডিসেম্বর দক্ষিণ বনশ্রীর একটি বাসায় নিয়ে আসেন চেয়ারম্যান। ওই দিন তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি। সর্বশেষ গত ৬ জানুয়ারি রাত ১০টার দিকে ফের বিয়ের কথা বলে মামলার ২ নম্বর আসামির দক্ষিণ বনশ্রীর বাসায় কিশোরীকে নিয়ে আসেন অভিযুক্ত চেয়ারম্যান।

 তবে এসব অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান আখতারুজ্জামান বাচ্চু বলেন, ‘এলাকার মেয়ে হিসেবে এবং আমি জনপ্রতিনিধির দায়িত্ব পালনের সূত্রে তাকে চিনি। তবে এই অভিযোগগুলো শতভাগ মিথ্যা। ওই মেয়ে সামনা-সামনি যদি এসব অভিযোগ করতে পারে, তাহলে যে বিচার করা হবে আমি তা মেনে নেবো।’

বাচ্চু নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের তিনবার আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে কুলকাঠির চেয়ারম্যানের দায়িত্বের পাশাপাশি নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকেরও দায়িত্ব পালন করছেন তিনি। 

খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১)/৩০ ধারায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। 

 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সুনামগঞ্জে ধর্ষণ মামলায় কারাগারে পুলিশ সদস্য
স্কুলশিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা: খালাস চেয়ে হাইকোর্টে হিটু শেখের আপিল
সর্বশেষ খবর
এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয়নি: নাহিদ ইসলাম
এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয়নি: নাহিদ ইসলাম
ইরানে আটকে পড়া ২৮ বাংলাদেশি দেশে ফিরলেন
ইরানে আটকে পড়া ২৮ বাংলাদেশি দেশে ফিরলেন
হালদার পাড়ে তামাক চাষ বন্ধ করতেই হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
হালদার পাড়ে তামাক চাষ বন্ধ করতেই হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট