X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

চরে আটকে পড়া জনমানবহীন বিদেশি জাহাজের মালামাল লুট

ভোলা প্রতিনিধি
১৫ জুলাই ২০২২, ১৬:৪৮আপডেট : ১৫ জুলাই ২০২২, ১৬:৪৮

ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন চরনিজাম সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় ভেসে এসেছে জনমানবহীন একটি বিদেশি জাহাজ। জাহাজটির নাম ‘আল কুবতান’। এটি চরনিজামের পূর্বপাশে আটকে রয়েছে। তবে ট্রলারে করে সেখানে গিয়ে জাহাজটির মালামাল নিয়ে যাচ্ছে চরনিজাম ও ঢালচরের স্থানীয় বাসিন্দারা। প্রশাসন জাহাজটি হেফাজতে নিতে দেরি করার কারণে এভাবে মালামাল লুট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৫ জুলাই) কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলার মিডিয়া কর্মকর্তা লে. সাফিউল কিনজল বলেন, ‘এটি একটি বার্জ। এটিতে কোনও ইঞ্জিন নেই, তাই নাবিকও নেই। এই বার্জের ওপর মালামাল নিয়ে অন্য জাহাজ দিয়ে টেনে আনা হয়। ধারণা করা হচ্ছে অন্য জাহাজ টেনে আনার সময় এর চেন বা টানা ছিঁড়ে গেছে। তাই ভাসতে ভাসতে এখানে চলে এসেছে।’

তিনি আরও বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার দুপুর পর্যন্ত কোস্টগার্ড সেখানে পৌঁছাতে পারেনি। গুগলে খোঁজ করে জানা গেছে বার্জটি সিঙ্গাপুরের । বার্জের ওপরের ভেকু দুটি দুবাইয়ের তৈরি। পুরো বিষয়টি কোস্টগার্ড সদরদফতরের মাধ্যমে মন্ত্রণালয়কে জানানো হচ্ছে।’

চরনিজামের স্থানীয় বাসিন্দা সামসুদ্দিন সাগর বৃহস্পতিবার প্রথমে এই বার্জটি দেখতে পান। তখন তিনিসহ স্থানীয় কয়েকজন যুবক ট্রলারে করে ওই বার্জে গিয়ে দেখতে পান সেটিতে বিপুল পরিমাণ বোল্ডার পাথর ও দুটি ভেকু রয়েছে। তখনই বিষয়টি স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসনকে জানানো হয়। 

তবে শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রশাসন এটি হেফাজতে নিতে পারেনি বলে নিশ্চিত করেন চরনিজামের একাধিক বাসিন্দারা। দুর্গম এলাকা ও সমুদ্র উত্তাল থাকায় জাহাজের হেফাজত নিতে দেরি হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান। তিনি দাবি করেন, নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌ-পুলিশকে বৃহস্পতিবার রাতেই বিষয়টি জানিয়েছেন।

এদিকে, শুক্রবার সকালে আল কুবতানের তদারকি করতে চরমানিকা কোস্টগার্ডের একটি টিম ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জানান মনপুরার কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. আসলামুল হক। তবে নেটওয়ার্ক সমস্যায় চরমানিকা কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

এর আগে, বৃহস্পতিবার সকালে চরনিজামের পূর্বপাশে বঙ্গোপসাগরের মোহনায় এসে ভিড়ে আল কুবতান। পরে স্থানীয় চেয়ারম্যান জাকির হোসেন ও উপজেলা প্রশাসনকে জানানো হয়।

ভিডিও ফুটেজ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ভেসে আসা আল কুবতানের সঙ্গে ট্রলার আটকে গুরুত্বপূর্ণ মালামাল লুট করছে স্থানীয় প্রভাবশালী মহল। নাম প্রকাশে অনিচ্ছুক একটি দাবি করছে, ইতিমধ্যে ট্রলারে করে নিয়ে গেছে অর্ধকোটি টাকার মালামাল। দ্রুত প্রশাসন জাহাজটির সুরক্ষা করতে না পারলে রক্ষিত মালামাল নিয়ে যাবে স্থানীয়রা।

এই বিষয়ে মনপুরা উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা চরফ্যাশনের ইউএনও আল নোমান বলেন, ‘জাহাজটির ব্যাপারে পদক্ষেপ নিতে বৃহস্পতিবার রাতেই নেভি, কোস্টগার্ড ও নৌ-পুলিশকে জানিয়েছি। দুর্গম সাগর পথ, তাই জাহাজটি হেফাজতে নিতে দেরি হচ্ছে। দ্রুত হেফাজতে নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
এনবিআরের আন্দোলনে এক বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
বিএসসির বহরে যুক্ত হচ্ছে নতুন দুটি জাহাজ, দরপত্র আহ্বান
মোংলা বন্দরের পশুর নদীর চরে ডুবে গেছে কার্গো জাহাজ
সর্বশেষ খবর
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন সাবেক সিইসি নূরুল হুদা
প্রহসনের নির্বাচনের অভিযোগস্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন সাবেক সিইসি নূরুল হুদা
রূপালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম ৫ দিন বন্ধ থাকবে
রূপালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম ৫ দিন বন্ধ থাকবে
‘বিদেশি হাইপের কারণে দেশি মেধাবী কেউ যেন বঞ্চিত না হয়, সেটা দেখতে হবে’
‘বিদেশি হাইপের কারণে দেশি মেধাবী কেউ যেন বঞ্চিত না হয়, সেটা দেখতে হবে’
বিএমইউতে ‘জুলাই গণঅভ্যুত্থান মাসের’ র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি
বিএমইউতে ‘জুলাই গণঅভ্যুত্থান মাসের’ র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট