X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিয়ের চার মাস পর তালাক, নারীর গায়ে আগুন

বরিশাল প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ২১:১৯

বরিশাল নগরীতে মোর্শেদা বেগম (২১) নামে এক নারী ‘কেরোসিন ঢেলে গায়ে আগুন দিয়েছেন’ বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর নিউ ভাটিখানা এলাকায় সাবেক স্বামীর বাসায় এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ মোর্শেদাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে সাবেক স্বামী সোহেল রানার বাসার বাথরুম থেকে মোর্শেদাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার পরপরই সোহেলের পরিবারের লোকজন পালিয়ে গেছেন। সোহেল ঢাকায় সবজি বিক্রি করেন। তাকেও বাড়িতে পাওয়া যায়নি।

বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার এস আই শহিদুল ইসলাম বলেন, ‘মোর্শেদার সঙ্গে চার মাস আগে সোহেল রানার বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে সম্প্রতি মোর্শেদাকে তালাক দেন সোহেল। এ ঘটনায় পারিবারিক আদালতে মামলা করেন মোর্শেদা। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) আদালতে মামলা মীমাংসার নির্ধারিত তারিখ ছিল। ওই দিন সোহেল আদালতে উপস্থিত হয়ে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়ে আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক। এরপর আদালত থেকে যে যার বাড়িতে চলে যান।’

এস আই শহিদুল ইসলাম আরও বলেন, ‘শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর নিউ ভাটিখানা এলাকায় সাবেক স্বামীর বাসায় গিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন মোর্শেদা। এ সময় সোহেলের পরিবারের লোকজন পালিয়ে যান। মোর্শেদার চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তাকে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।’

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিট-৪-এর সহকারী রেজিস্ট্রার চিকিৎসক আজিজুর রহমান বলেন, ‘রোগীর অবস্থা সংকটাপন্ন। তাকে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে জানিয়েছি আমরা।’

নগরীর ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা বলেন, ‘কাবিননামার ৫০ হাজার টাকার জন্য পারিবারিক আদালতে মামলা করেন মোর্শেদা। বিষয়টি আদালতে মীমাংসা না হওয়ায় গায়ে আগুন দিয়েছেন বলে প্রতিবেশীরা আমাকে জানিয়েছেন। এর বেশি কিছু জানি না।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়