X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

বিয়ের চার মাস পর তালাক, নারীর গায়ে আগুন

বরিশাল প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ২১:১৯

বরিশাল নগরীতে মোর্শেদা বেগম (২১) নামে এক নারী ‘কেরোসিন ঢেলে গায়ে আগুন দিয়েছেন’ বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর নিউ ভাটিখানা এলাকায় সাবেক স্বামীর বাসায় এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ মোর্শেদাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে সাবেক স্বামী সোহেল রানার বাসার বাথরুম থেকে মোর্শেদাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার পরপরই সোহেলের পরিবারের লোকজন পালিয়ে গেছেন। সোহেল ঢাকায় সবজি বিক্রি করেন। তাকেও বাড়িতে পাওয়া যায়নি।

বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার এস আই শহিদুল ইসলাম বলেন, ‘মোর্শেদার সঙ্গে চার মাস আগে সোহেল রানার বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে সম্প্রতি মোর্শেদাকে তালাক দেন সোহেল। এ ঘটনায় পারিবারিক আদালতে মামলা করেন মোর্শেদা। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) আদালতে মামলা মীমাংসার নির্ধারিত তারিখ ছিল। ওই দিন সোহেল আদালতে উপস্থিত হয়ে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়ে আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক। এরপর আদালত থেকে যে যার বাড়িতে চলে যান।’

এস আই শহিদুল ইসলাম আরও বলেন, ‘শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর নিউ ভাটিখানা এলাকায় সাবেক স্বামীর বাসায় গিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন মোর্শেদা। এ সময় সোহেলের পরিবারের লোকজন পালিয়ে যান। মোর্শেদার চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তাকে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।’

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিট-৪-এর সহকারী রেজিস্ট্রার চিকিৎসক আজিজুর রহমান বলেন, ‘রোগীর অবস্থা সংকটাপন্ন। তাকে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে জানিয়েছি আমরা।’

নগরীর ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা বলেন, ‘কাবিননামার ৫০ হাজার টাকার জন্য পারিবারিক আদালতে মামলা করেন মোর্শেদা। বিষয়টি আদালতে মীমাংসা না হওয়ায় গায়ে আগুন দিয়েছেন বলে প্রতিবেশীরা আমাকে জানিয়েছেন। এর বেশি কিছু জানি না।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
যশোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রবাসীর মৃত্যু, গ্রেফতার ৬
এপ্রিলে সড়কে ৫৮৮ জনের প্রাণহানি, আহত ১১২৪
দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা জুলাই আহতদের
সর্বশেষ খবর
জাতীয় কারাতে প্রতিযোগিতায় খেলোয়াড়-সমর্থকদের সংঘর্ষে আহত ৩
জাতীয় কারাতে প্রতিযোগিতায় খেলোয়াড়-সমর্থকদের সংঘর্ষে আহত ৩
রাজশাহীতে মকবুল হত্যা মামলার পাঁচ আসামিকে কক্সবাজার থেকে গ্রেফতার
রাজশাহীতে মকবুল হত্যা মামলার পাঁচ আসামিকে কক্সবাজার থেকে গ্রেফতার
এলডিসি গ্র্যাজুয়েশনে দ্রুত ও সমন্বিত উদ্যোগের আহ্বান প্রধান উপদেষ্টার
এলডিসি গ্র্যাজুয়েশনে দ্রুত ও সমন্বিত উদ্যোগের আহ্বান প্রধান উপদেষ্টার
আ.লীগ নিষিদ্ধের উদ্যোগ আরও আগেই নেওয়া উচিত ছিল: এ্যানি
আ.লীগ নিষিদ্ধের উদ্যোগ আরও আগেই নেওয়া উচিত ছিল: এ্যানি
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ