X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিএনপির সমাবেশ শুরু, বঙ্গবন্ধু উদ্যানে জড়ো হয়েছেন নেতাকর্মীরা

বরিশাল প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২২, ১৪:৫৪আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১৪:৫৪

বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। নগরের বঙ্গবন্ধু উদ্যানে জড়ো হয়েছেন দলটির হাজারও নেতাকর্মী। সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ না হলেও আশপাশের সড়কে মানুষের ঢল নেমেছে। 

শনিবার (৫ নভেম্বর) দুপুর আড়াইটায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশ মঞ্চে ওঠেন। মঞ্চে আরও উপস্থিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা হোসেন, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দীন আহেমদ, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ইশরাক হোসেনসহ জেলার নেতারা। 

এর আগে বেলা ১১টার দিকে কোরআন তেলাওয়াত শেষে সমাবেশ শুরু হয়। বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান সমাবেশে সভাপতিত্ব করছেন। ইতোমধ্যে বক্তব্য দিয়েছেন যুব দলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহ উদ্দীন ও আফরোজা আব্বাস। বিভাগের বিভিন্ন জেলার শীর্ষ নেতারা বক্তব্য দিচ্ছেন।

সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ না হলেও আশপাশের সড়কে মানুষের ঢল নেমেছে

আজ সকাল থেকেই মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসা শুরু করেন। সমাবেশস্থলে প্রখর রোদ থাকায় নেতাকর্মীরা পার্শ্ববর্তী বাঁধ রোড থেকে শুরু করে জেলা প্রশাসকের ভবনের সামনের সড়ক, চাঁদমারী, কেডিসি বস্তি সড়কে অবস্থান নেন। নগরীতে যানবাহন চলাচলও সীমিত হয়েছে। সবাই হেঁটে গন্তব্যে যাচ্ছেন। বিএনপির নেতাকর্মীরা মাঠ ছেড়ে যেখানে জায়গা পাচ্ছেন সেখানেই বসে পড়ছেন।

সড়কে অবস্থান নেওয়া নেতাকর্মীরা জানান, মাঠের প্রখর রোদ এবং তার মধ্যে কাদা থাকায় তারা সেখানে বসতে পারছেন না। এ কারণে সড়কে অবস্থান নিয়েছেন। তবে বঙ্গবন্ধু উদ্যানে জেলা প্রশাসন থেকে নির্মিত প্যান্ডেলটি নেতা-কর্মীতে ভরে আছে। সেখানে রোদ না পড়ায় বিভিন্ন স্থান থেকে আগতরা ওই প্যান্ডেলে জায়গা করে নিয়েছেন।

বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে বরিশাল মিছিলের নগরীতে পরিণত হয়েছে। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে আসছেন দলটির নেতাকর্মীরা। দুপুর ১২টা থেকে স্থানীয় নেতারা বক্তৃতা শুরু করেন। তার মধ্যে উল্লেখযোগ্য গুম হওয়া ছাত্রদল নেতা কালু ও তার ভাই ফিরোজের মা।

/এসএইচ/
সম্পর্কিত
ঢাকা দক্ষিণ আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুক্রবার
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
বাংলাদেশের জনগণ কারও প্রভুত্ব স্বীকার করে না: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে আন্তরিক অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে আন্তরিক অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ