X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিলেন যুবক

বরিশাল প্রতিনিধি
১২ মার্চ ২০২৩, ১৪:০০আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৪:০০

স্ত্রীকে ভিডিও কলে রেখে রিফাত জমাদ্দার (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বরিশালের উজিরপুরের মাদারর্শী এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন রিফাত।

নিহত রিফাত পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাইশঘর গ্রামের ফোরকান জমাদ্দারের ছেলে। তিনি বরিশাল নগরীর বেসরকারি ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের অষ্টম সেমিস্টারের ছাত্র ছিলেন।

রিফাতের স্ত্রী বলেন, ‘প্রেমের সম্পর্কে এক বছর আগে আমাদের বিয়ে হয়। এরপর উজিরপুরে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করি। কিন্তু এ বিয়ে রিফাতের বাবা-মা মেনে নেননি। রিফাত সব সময় আমাকে বোরখা পড়ে চলাফেরা করতে বলতো। সম্প্রতি মুখখোলা অবস্থায় একটি ছবি ফেসবুকে দিই। এ নিয়ে শনিবার রাতে ভিডিও কলে রিফাত আমাকে বকাঝকা করে। এ সময় আমি বাসায় ছিলাম না। এর এক পর্যায়ে আমাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দেয় রিফাত। এ সময় অনুনয়-বিনয় করলেও তাতে সে কর্ণপাত করেনি।’

তিনি আরও বলেন, ‘পরে বিষয়টি রিফাতের দুই বন্ধু রিয়াদ ও শাওনকে জানাই। তারা বিষয়টি রিফাতের মামা শান্তকে জানান। শান্ত বাসায় গিয়ে রিফাতকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে জানান।’

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ‘প্রেমের সম্পর্কে বিয়ে হয় তাদের। সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব দেখা দয়। এ ছাড়া মুখখোলা অবস্থায় ফেসবুকে ছবি দিলে তাতে ক্ষুব্ধ হন রিফাত। এ নিয়ে রিফাতের স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে ভিডিও কলে রেখে রিফাত ওড়না দিয়ে গলায় ফাঁস দেন।’

তিনি ‍আরও বলেন,‘স্বজনরা রিফাতকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে জানান। রাতেই মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। রবিবার সকালে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।’

/এসএন/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক