X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গায়ে ধাক্কা লাগায় দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা

পটুয়াখালী প্রতিনিধি
২৩ মার্চ ২০২৩, ০০:৩৬আপডেট : ২৩ মার্চ ২০২৩, ০০:৩৬

গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফলে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে আরেক শিক্ষার্থী।

বুধবার (২২ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল বিদ্যালয়ের উত্তর পাশে ব্রিজের ওপরে এ ঘটনা ঘটে। নিহতরা হলো—ইন্দ্রকুল গ্রামের মিরাজ মোস্তফার ছেলে নাফিস মোস্তফা (১৬) ও বাবুল হাওলাদারের ছেলে মো. মারুফ হোসেন (১৫)। তারা ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। একই ঘটনায় ফোজায়েল হোসেন সিয়াম (১৫) তাদের আরেক সহপাঠী গুরুতর আহত হয়েছে। ফোজায়েল হোসেন বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

আহত ফোজায়েল হোসেন জানায়, গত ২০ মার্চ স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে নবম শ্রেণির শিক্ষার্থী রায়হানের পায়ে পা লাগে আমার। এতে গায়ে ধাক্কা লাগার অভিযোগে আমাকে থাপ্পড় ও লাথি দেয় রায়হান। ওই দিন কিছু না বলে আমি বাড়ি চলে যাই। আজ আমরা তিন সহপাঠী স্কুলে যাওয়ার পথে নবম শ্রেণির শিক্ষার্থী সৈকত এসে পেছন থেকে ধাক্কা দেয়। এ নিয়ে তার সঙ্গে আমাদের বাগবিতণ্ডা হয়। বিকাল ৪টার দিকে স্কুল ছুটি হলে নাফিস মোস্তফা, মারুফ হোসেন ও আমাকে ডেকে ইন্দ্রকুল ব্রিজের ওপরে নিয়ে যায় সৈকত। সেখানে গায়ে ধাক্কা লাগা নিয়ে আমাদের সঙ্গে কথা কাটাকাটি হয় সৈকত ও তার সহপাঠীদের। একপর্যায়ে নবম শ্রেণির শিক্ষার্থী রায়হান, সৈকত, হাসিবুল ও নাঈমসহ তাদের আরও কয়েকজন সহপাঠী আমাদের ছুরিকাঘাত করে। স্থানীয়রা আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক নাফিস মোস্তফা ও মারুফ হোসেনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

পুলিশ জানায়, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে নাফিস ও মারুফের মৃত্যু হয়।

সূর্য্যমনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু বলেন, ‘নাফিস ও মারুফ বরিশাল হাসপাতালে মারা গেছে। আহত ফোজায়েল হোসেন বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিরাজুল ইসলাম বলেন, ‘নাফিস ও মারুফের পেটে ধারালো অস্ত্রের আঘাত লেগেছিল। এজন্য তাদের বরিশাল হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে তাদের মৃত্যু হয়েছে বলে শুনেছি। সিয়ামের হাঁটুতে ধারালো অস্ত্রের আঘাত ছিল। তার চিকিৎসা চলছে।’

ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, ‘ঘটনার পর নাফিস ও মারুফকে নিয়ে বরিশাল হাসপাতালে এসেছি। এখানে তাদের মৃত্যু হয়েছে।’ 

শিক্ষার্থীদের মধ্যে আগে থেকে কোনও বিরোধ ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাদের মাঝে বিরোধ ছিল না কিনা জানি না।’

বাউফল থানার ওসি আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।’

/এএম/
সম্পর্কিত
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে অটোরিকশাচালককে হত্যা: দুজনের মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম