X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

বরিশালে ৬ ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

বরিশাল প্রতিনিধি
৩১ মার্চ ২০২৩, ০৯:২৮আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১০:১৪

বরিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের ছয় কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় ধারালো অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ। তবে ওই ছাত্রদল নেতা দাবি করেছে ঘটনাটি ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ৯টার দিকে নগরীর জীবনানন্দ দাশ সড়কের মল্লিকা কিন্ডারগার্টেনের সামনে এ ঘটনা ঘটে। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতরা হচ্ছেন- ছাত্রলীগ কর্মী সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এইচএম রিশাদ মাহামুদ, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের ইংরেজি বিভাগের ছাত্র আব্দুল্লাহ আল মারুফ, ইমন, সোহান, এভ্রিল ও খালিদ।

প্রত্যক্ষদর্শী মল্লিক রোডের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন ও মিজানুর রহমান জানান, আধিপত্য বিস্তার নিয়ে বরিশাল জেলা ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ সেরনিয়াবাতের অনুসারী সাদ ও মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহম্মেদ মান্নার অনুসারী এইচএম রিশাদ গ্রুপের সঙ্গে মারামারি হয়। একপর্যায়ে উভয় গ্রুপ ধারালো অস্ত্র নিয়ে সাদ ও রিশাদসহ বেশ কয়েকজনকে কুপিয়ে জখম করে।

প্রত্যক্ষদর্শী ছাত্রলীগ কর্মী সিয়াম বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপুর সঙ্গে রিশাদ মাহামুদের দ্বন্দ্ব দীর্ঘদিনের। রিশাদের সহযোগীদের সরকারি বরিশাল কলেজে ছাত্রলীগের রাজনীতি করতে নিষেধ করে টিপু। এ ঘটনার জের ধরে টিপু তার দলবল নিয়ে ধারালো অস্ত্র দিয়ে রিশাদসহ ছয় জনের ওপর হামলা চালিয়েছে।’

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সাহাদাৎ হোসেন বলেন, ‘আহতদের মধ্যে রিশাদ মাহামুদকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু বলেন, ‘কিশোর গ্যাং আব্বা গ্রুপের সদস্য রিশাদের সঙ্গে ছাত্রলীগেরই অপর গ্রুপ সাদের দ্বন্দ্ব দীর্ঘদিনের। এর জের ধরে দুই গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনার বিষয়টি শুনেছেন। তবে এর সঙ্গে আমার কোনও সম্পৃক্ততা নেই।’

কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানউল্লাহ বারী বলেন, ‘স্থানীয় দ্বন্দ্ব নিয়ে দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে। এ ঘটনায় নাজিম মাহমুদ রাফি নামে একজনকে ধারালো দাসহ আটক করেছি। তবে এখন পর্যন্ত কোনও পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’

/এসএন/
সম্পর্কিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
ছাত্রলীগের আরেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার
নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোবায়েল গ্রেফতার
সর্বশেষ খবর
সিলেটে ৪ জনের ডেঙ্গু শনাক্ত
সিলেটে ৪ জনের ডেঙ্গু শনাক্ত
রমনা বটমূলে বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর সাজা
রমনা বটমূলে বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর সাজা
আবেদআলী মামার সংসার
আবেদআলী মামার সংসার
পানি সমস্যা সমাধান না হলে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়বে
পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারিপানি সমস্যা সমাধান না হলে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়বে
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি