X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ভোলায় মাইকিং, প্রস্তুত ৭৪৬ আশ্রয়কেন্দ্র

ভোলা প্রতিনিধি
১৩ মে ২০২৩, ২০:৪৮আপডেট : ১৩ মে ২০২৩, ২০:৪৮

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ভোলার সাত উপজেলায় ৭৪৬টি আশ্রয়কেন্দ্র এবং ছয়টি মুজিব কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। এরই মধ্যে উপকূলীয় বাসিন্দাদের সতর্ক করে মাইকিং করা হয়েছে। সেইসঙ্গে দুর্গতদের সেবা দিতে ৯৩টি মেডিক্যাল টিম প্রস্তুত আছে। পাশাপাশি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ১৩ হাজার ৬০০ সদস্য ও রেড ক্রিসেন্টের প্রায় পাঁচ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। খোলা হয়েছে আটটি নিয়ন্ত্রণ কক্ষ। 

শনিবার (১৩ মে) দুপুরে এসব তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী। তিন স্তরের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, ‌‘আমরা ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য দুর্যোগের আগে, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী তিন স্তরের প্রস্তুতি নিয়েছি। জেলা প্রশাসনের কাছে আট লাখ টাকা, ৩৫০ মেট্রিক টন চাল, ১৬৪ বান্ডিল টিন ও ঘর নির্মাণের জন্য চার লাখ ৯২ হাজার টাকা রয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত ঘর নির্মাণের জন্য ১৫ লাখ টাকা, ৫০০ বান্ডিল টিন ও পাঁচ হাজার প্যাকেট শুকনো খাবারের চাহিদা পাঠানো হয়েছে।’

সাত উপজেলায় প্রস্তুতি সভা হয়েছে জানিয়ে তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, ‘মোখার ক্ষয়ক্ষতি ও ঝুঁকি কমানোর লক্ষ্যে জেলা-উপজেলা প্রশাসনের সঙ্গে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।’

এদিকে, বরিশাল, ভোলা ও পটুয়াখালীসহ উপকূলীয় ১১ জেলার জন্য ৮ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল থেকে জেলার আকাশ মেঘাচ্ছন্ন। নদীতে স্বাভাবিক মাত্রার জোয়ার রয়েছে। সকালে বঙ্গোপসাগর নিকটবর্তী চরফ্যাশন ও মনপুরা উপজেলায় বৃষ্টি হয়েছে।

/এএম/
সম্পর্কিত
মিয়ানমারে ত্রাণসামগ্রী পাঠালো বাংলাদেশ
মোখায় ক্ষতিগ্রস্তদের মাঝে নৌবাহিনীর খাদ্য-চিকিৎসা সহায়তা
‘সম্বল ছিল একটা ঘর, তাও ভাঙলো তুফানে’
সর্বশেষ খবর
‘মানবিক করিডোর’ বিষয়ে বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ
‘মানবিক করিডোর’ বিষয়ে বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ
ভারতের হাতে পাক রেঞ্জার গ্রেফতার, নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন
ভারতের হাতে পাক রেঞ্জার গ্রেফতার, নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন
মানহীন চালে বাজার সয়লাব
মানহীন চালে বাজার সয়লাব
ভ্রাম্যমাণ আদালতে হামলার অভিযোগে যুবকের দুই বছরের কারাদণ্ড
ভ্রাম্যমাণ আদালতে হামলার অভিযোগে যুবকের দুই বছরের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার