X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

এমপিকে হত্যার হুমকির অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ভোলা প্রতিনিধি 
১৯ জুন ২০২৩, ২১:২৬আপডেট : ১৯ জুন ২০২৩, ২১:২৬

ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে হত্যার হুমকির অভিযোগে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। রবিবার (১৮ জুন) আদালতে মামলাটি করেন জেলার দৌলতখান প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ আবু তাহের। তিনি মামলার বিবরণে নিজেকে ওই এমপির একজন রাজনৈতিক কর্মী হিসেবেও উল্লেখ করেছেন। এদিকে, ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বোরহানউদ্দিন থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল তার নিজ সংসদীয় এলাকায় খুবই জনপ্রিয়। সম্প্রতি উপজেলার নুর মিয়ার হাট এলাকায় হামলা, ভাঙচুর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় এমপির কোনও প্রশ্রয় না পেয়ে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন সরদার গত ৩ জুন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলা সময় সংসদ সদস্যকে হত্যার হুমকি দেন। এরপর সেই ফোনালাপের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়ায়।

মোহাম্মদ আবু তাহের বলেন, এমপির অনুমতি পেয়ে গত শনিবার বোরহানউদ্দিন থানায় মামলা করতে গেলে তাকে আদালতের যাওয়ার পরামর্শ দেয় পুলিশ।

এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান আলাউদ্দিন সরদারের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

বাদী দাবি করেন, নুর মিয়ার হাট এলাকায় হামলা-ভাঙচুরের ঘটনার সময় ওই চেয়ারম্যানের ছেলে রোহান সরদার ছিল। আর তাকেসহ পুলিশ কয়েকজনকে ওই ঘটনায় আটক করে। এই নিয়ে স্থানীয় সংসদ সদস্যের সহায়তা চাইলে তিনি সন্ত্রাসী কার্যক্রমের পক্ষে না থাকার কথা জানিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই ভিডিও কলে জনৈক ব্যক্তির কাছে এমপিকে হত্যার হুমকি দেওয়াসহ বিভিন্ন কথা বলেন।

তিনি আরও দাবি করেন, এ ঘটনায় এমপিকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি নির্বাচনি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকায় জনমনে চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনও সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটতে পারতো।

উল্লেখ্য, গত ৩ জুন থেকে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর থেকেই উপজেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ৪ জুন রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি নাগরিক সমাজ বিক্ষোভ করে। ৫ জুন সকাল থেকে উপজেলা শহরে ওই চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ। বিক্ষোভকারীরা চেয়ারম্যানের কুশপুত্তলিকা দাহ করেন।

পরে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান আল মুন্না বাদী হয়ে আলাউদ্দিন সরদারকে আসামি করে বোরহানউদ্দিন থানায় একটি মামলা করেন বলে জানিয়েছেন ওসি মো. মনির হোসেন মিঞা।

থানার ওসি বলেন, বরিশাল ট্রাইব্যুনাল আদালত থেকে নোটিশ এসেছে। বিষয়টি নিয়ে আমাদের আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী