X
সোমবার, ১৭ মার্চ ২০২৫
২ চৈত্র ১৪৩১

হেলমেট ও মাস্ক পরে বিশ্ববিদ্যালয়ের হলে ঢুকে হামলা, আহত ১০

বরিশাল প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৩, ১৬:৫৮আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৬:৫৮

বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দুই ছাত্রাবাসে হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ অনুসারীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ আহতদের।

হামলায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম গ্রুপের ১০ জন আহত হন। আহতদের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- বঙ্গবন্ধুর হলের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র মুয়ীদুর রহমান ও পদার্থ বিভাগের সাইমুন ইসলাম, শের-ই-বাংলা হলের মার্কেটিং বিভাগের সালাউদ্দিন, আয়াত, পদার্থ বিভাগের মিথুন সিকদার, প্রিয়ংকা বিশ্বাসসহ ১০ জন।

প্রত্যক্ষদর্শী ও চিকিৎসাধীন শিক্ষার্থীরা জানিয়েছেন, শনিবার রাতে হেলমেট ও মাস্ক পরিহিত ৫০ থেকে ৬০ জনের সন্ত্রাসী বাহিনী চিৎকার দিতে দিতে ক্যাম্পাসে প্রবেশ করে। প্রবেশের মুখ থেকে শুরু হয় হামলা। তারা যাকে কাছে পেয়েছে তাকেই পিটিয়েছে। এরপর তারা বঙ্গবন্ধু ও শের-ই-বাংলা হলের বেশ কয়েকটি কক্ষে প্রবেশ করে এলোপাতাড়ি কোপাতে থাকে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পুলিশ এলে তাদের সামনেও চলে হামলা। পরে পরিস্থিতি শান্ত হলে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত মেয়র নির্বাচিত হওয়ার পর ক্যাম্পাস দখলে নেয় প্রতিমন্ত্রী গ্রুপ। এতে সেখান থেকে সরে যেতে হয় মেয়র সাদিক আব্দুল্লাহ গ্রুপের অনুসারীদের। এ ঘটনার জেরে এ হামলা হয়েছে বলে নিশ্চিত করেছে ক্যাম্পাসের নির্ভরযোগ্য সূত্র। এর পূর্বে আরও দুইবার একইভাবে প্রতিমন্ত্রীর গ্রুপের অনুসারীদের ওপর হামলা চালিয়েছিল সাদিক অনুসারীরা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রতিমন্ত্রী গ্রুপের নেতৃত্বে থাকা অমিত হাসান রক্তিম অভিযোগ করেন, প্রক্টর আগেভাগে বিষয়টি জানতো এ কারণে তিনি ঢাকা গিয়েছেন। অথচ ইতোপূর্ব তার কাছে একাধিক অভিযোগ দেওয়া হলেও কোনও পদক্ষেপ না নেওয়ায় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

অভিযোগ অস্বীকার করে ঢাকায় অবস্থানরত বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, পূর্বে এ ধরনের একাধিক ঘটনা ঘটেছে- সে সময় আমি ক্যাম্পাসে ছিলাম। তাদের এ ধরনের অভিযোগ সঠিক নয়। তবে এ বিষয়ে তেমন কোনও মন্তব্য করতে রাজি হননি। শিগগিরই ক্যাম্পাসে ফিরে এ অবস্থা যাতে আর না হয় সে জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

/এফআর/
সম্পর্কিত
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মসজিদ নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ
জুলাই আন্দোলনকারীদের ওপর হামলা: ছাত্রলীগের শতাধিক আক্রমণকারী শনাক্ত
গোপালগঞ্জে পরিবারের সঙ্গে দেখা করতে এসে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
সর্বশেষ খবর
বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সব অন্যায়ের বিচার করবে: তারেক রহমান
বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সব অন্যায়ের বিচার করবে: তারেক রহমান
লিভারপুলকে হারিয়ে ৫৬ বছরের ট্রফি খরা ঘুচালো নিউক্যাসেল
লিভারপুলকে হারিয়ে ৫৬ বছরের ট্রফি খরা ঘুচালো নিউক্যাসেল
৭২ ঘণ্টার কম বিরতিতে আবার দুই ম্যাচ খেলতে হবে রিয়ালকে!
৭২ ঘণ্টার কম বিরতিতে আবার দুই ম্যাচ খেলতে হবে রিয়ালকে!
সাবেক এমপি ফজলে করিমের দুই ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক এমপি ফজলে করিমের দুই ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
দ্রব্যমূল্য কীভাবে কমলো, জানালেন প্রেস সচিব
দ্রব্যমূল্য কীভাবে কমলো, জানালেন প্রেস সচিব
ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪
ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪
প্রথমবারের মতো ভার্চুয়াল মুদ্রা জব্দ করলো সিআইডি
প্রথমবারের মতো ভার্চুয়াল মুদ্রা জব্দ করলো সিআইডি
তুলসী গ্যাবার্ড দিল্লিতে, দোভালের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ
তুলসী গ্যাবার্ড দিল্লিতে, দোভালের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ
৫ আগস্টের পর ফেরেন দেশে, খুন হলেন নিজ দলের কর্মীদের হাতে
৫ আগস্টের পর ফেরেন দেশে, খুন হলেন নিজ দলের কর্মীদের হাতে