X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

ভোলায় টানা বৃষ্টিতে আউশ-আমন ও সবজির ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষকরা

ভোলা প্রতিনিধি
২২ আগস্ট ২০২৩, ১৯:১৪আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১৯:১৪

নিম্নচাপ ও পূর্ণিমার প্রভাবে ৯ দিনের টানা বৃষ্টিতে ভোলার অধিকাংশ এলাকার আমনের বীজতলা পানিতে তলিয়ে গেছে। সেইসঙ্গে বিভিন্ন এলাকার নিচু জমির শাকসবজি ও আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। আমনের বীজতলা নষ্ট হওয়ায় নতুন করে বীজতলা তৈরির সময় না থাকায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, চলতি বছর জেলায় এক লাখ ৭৫ হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি কয়েক হাজার হেক্টর জমিতে আউশ ধান চাষ হয়েছে। চলতি মৌসুমে জেলার বিভিন্ন উপজেলায় ১১ হাজার ৪৪ হেক্টর জমিতে শাকসবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চাষিরা লক্ষ্যমাত্রা অনুযায়ী এসব ফসল চাষ করেছেন। কিন্তু গত কয়েকদিনের টানা বর্ষণ আর জোয়ারের কারণে ডুবে আছে শত শত হেক্টর জমির আমনের বীজতলা, পচে গেছে শাকসবজি। সেইসঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে আউশ ধান। সবমিলিয়ে দুই হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে কৃষকরা জানিয়েছেন, গত ৯ দিনের টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে আছে ১১ হাজার ৮১০ হেক্টর জমির বীজতলা। পানি নিষ্কাশন না হলে বীজতলার চারা পচে যাবে। এ অবস্থায় আবার উচ্চ দামে বীজ কিনে রোপণ করতে হবে। পানিতে ডুবে থাকায় কোনও কোনও ক্ষেতের চারায় পচন ধরেছে। একই অবস্থা শাকসবজির।
এতে চরমভাবে ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। তাদের দাবি, অন্তত ২০ হাজার হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামের কৃষক ইয়াসিন আলী বলেন, ‘সমিতি থেকে কিস্তির ওপর টাকা নিয়ে ১ একর জমিতে লাউ, চালকুমড়া ও শসা চাষ করেছিলাম। বৃষ্টির পানিতে সবগুলো ফসলে পচন ধরেছে। এখন কীভাবে চলবে সংসার আর কীভাবে কিস্তি পরিশোধ করবো, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’

সেইসঙ্গে বিভিন্ন এলাকার নিচু জমির শাকসবজি ও আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে

সদরের রাজাপুর ইউনিয়নের কৃষক জাবেদ হোসেন বলেন, ‘ধারদেনা করে ১ একর জমিতে আমনের বীজতলা তৈরি করেছি। বৃষ্টির পানিতে পচে গেছে। পাশাপাশি আরও কিছু জমিতে শসা, বরবটি ও লাউ চাষ করেছিলাম। টানা বৃষ্টির পানিতে ডুবে ফসলগুলো নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় বেকায়দায় পড়ে গেছি।’

একই এলাকার কৃষক কালাম ও মিজান জানিয়েছেন, তাদের আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও জমি থেকে বৃষ্টির পানি নামেনি। এর মধ্যে বৃষ্টি অব্যাহত আছে। এর ফলে জমিতে আউশ ধান পচে যাবে।

এ বছর জেলায় এক লাখ ৭৫ হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানালেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর। তিনি বলেন, ‘গত কয়েকদিনের বৃষ্টিতে অধিকাংশ বীজতলা ডুবে গেছে। সেইসঙ্গে শাকসবজির ক্ষেতও ডুবেছে। সবমিলিয়ে অন্তত দুই হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। পানি দ্রুত নেমে গেলে আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করবো, তখন নিশ্চিত হওয়া যাবে; কী পরিমাণ জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
রাজশাহীতে বোরো ধানের বাম্পার ফলন
কালীগঞ্জে কমেছে তিলের আবাদ, কৃষকদের প্রণোদনা দিচ্ছে কৃষি বিভাগ
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
সর্বশেষ খবর
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ
ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ
কিশোরগঞ্জে বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জে বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু
ছাত্রলীগের আরেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার
ছাত্রলীগের আরেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো