X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

বাংলাদেশে ঘাঁটি স্থাপনে ব্যর্থ হয়ে শাসক পরিবর্তনের লক্ষ্যে নেমেছে যুক্তরাষ্ট্র: মেনন

বরিশাল প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৩, ১৩:২৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৩:২৯

ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘এবারের নির্বাচনের বৈশিষ্ট্য হচ্ছে বিদেশি চাপ। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনে আগ্রহ দেখিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত সক্ষম হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য নির্বাচন নয়। তাদের লক্ষ্য বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে ও বাইরে বঙ্গোপসাগরে ঘাঁটি স্থাপন।’

রবিবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর কাউনিয়ায় জেলা ওয়াকার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলুর বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রাশেদ খান মেমন বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) ‍আসনের জোটের প্রার্থী।

মেনন বলেন, ‘ঘাঁটি স্থাপন নিয়ে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ করে আসছে। সে লক্ষ্যে পৌঁছাতে না পেরে তারা শাসক পরিবর্তনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এ কারণে নির্বাচনকে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার দায়িত্ব আমাদের সবার। এ জন্য ওয়াকার্স পার্টি তাদের দায়িত্ব পালন করবে।’

এ সময় তিনি জোট থেকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টিও পরিস্কার করেন। নৌকা প্রতীকে তিনি নির্বাচনে অংশ নেবেন বলে জানান।

এ জন্য ‍আজ বানারীপাড়া ‍এবং  সোমবার ‍উজিরপুর উপজেলা ‍আওয়ামী লীগের বর্ধিত সভা করবে। সেখানে তিনি ‍উপস্থিত থাকবেন। তিনি বলেন, ‘বরিশাল আওয়ামী লীগের স্থানীয় অভিভাবক ‍আবুল হাসানাত ‍আব্দুল্লাহ সমর্থন দিয়েছেন। তার নির্দেশ ‍এবং দলের সিদ্ধান্ত মেনে ‍আওয়ামী লীগ ‍এবং ওয়াকার্স পার্টি ‍একযোগে কাজ করবে। তাতে করে জোটের বিজয় সুনিশ্চিত হবে।’

সংবাদ সম্মেলনে বরিশাল ‍এবং বানারীপাড়া ও ‍উজিরপুরের ওয়াকার্স পার্টির নেতৃবৃন্দ ‍উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে ‍একই স্থানে দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

/এফআর/
সম্পর্কিত
এনসিপির ব্যানার দিয়ে আওয়ামী লীগ কার্যালয় দখল, চলছে দলীয় কার্যক্রম
শাহবাগে গণজমায়েতে এখনও বাড়ছে মানুষের উপস্থিতি
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
সর্বশেষ খবর
জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ
জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ
এল ক্লাসিকো: এই বিষয়গুলো কি জানা আছে?
এল ক্লাসিকো: এই বিষয়গুলো কি জানা আছে?
ক্রীড়াঙ্গনে সার্চ কমিটির মেয়াদ আর বাড়ছে না
ক্রীড়াঙ্গনে সার্চ কমিটির মেয়াদ আর বাড়ছে না
‘এক ঘণ্টার মধ্যে আ.লীগ নিষিদ্ধ না হলে, মার্চ টু যমুনা’
‘এক ঘণ্টার মধ্যে আ.লীগ নিষিদ্ধ না হলে, মার্চ টু যমুনা’
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু