X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

এক যুগ পর বাবাকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়লো মেয়ে

বরিশাল প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৮আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৮

এক যুগের বেশি সময় ধরে নিখোঁজ থাকা ভারসাম্যহীন আলম নুরকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা স্বজনরা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে তারা ছুটে আসেন বরিশালের উজিরপুর মডেল থানায়। আলমকে নিয়ে দুপুরে ফিরে যান গ্রামের বাড়িতে।

আলমকে নিতে আসেন চাচাতো ভাই মো. একলাছ, মো. আজাদ, ভগ্নিপতি ফজলুর রহমান, ভাগনে আবুল হাসান, ভাতিজা হাবিবুর রহমান। সবাইকেই চিনতে পেরেছেন আলম।

আলম নুর সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের নোয়াপাড়া ৪ নম্বর ওয়ার্ডের মৃত ফয়জুর রহমানের ছেলে। তার সানিয়া খানম নামের এক মেয়ে রয়েছে। সে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। বাবার সঙ্গে ভিডিও কলে তাকে বাড়িতে আসার কথা বলে কান্নায় ভেঙে পড়ে সানিয়া।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ জানিয়েছেন, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার উত্তর সাতলা গ্রামে ময়লা পোশাক পরিহিত আলমকে ঘোরাফেরা করতে দেখে চোর সন্দেহ হয়। এরপর গ্রাম পুলিশ শহিদুল ইসলাম বিষয়টি তাকে অবহিত করেন। তাৎক্ষণিক পুলিশের একটি দল আলমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গোসল ও চুল ছাঁটা হচ্ছে আলমের

তিনি আরও জানান, থানায় আনার পর তার পরিচয় জানতে বারবার প্রশ্ন করা হলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। একপর্যায়ে তার বাড়ি ছাতক বলে জানান। এরপর ছাতক থানায় আলমের ছবিসহ পাঠিয়ে দেওয়া হলে সেখান থেকে তার পরিচয় পাওয়া যায়। ছাতক থানা থেকে বিষয়টি আলমের স্বজনদের অবহিত করা হলে তারা শুক্রবার সকালে উজিরপুর থানায় চলে আসেন। এ সময় আলম তার স্বজনদের চিনতে পারেন।

ওসি জাফর জানান, আলমকে থানায় নিয়ে আসার পর তাকে খাবার ও পোশাক দেওয়া হয়। এ ছাড়া শুক্রবার সকালে পুলিশ সদস্যরা আলমকে গোসল করিয়ে পাঞ্জাবি পরিয়ে দেয়। তার চুল কেটে ছোট করা হয়। দীর্ঘদিন গোসল এবং কোন ধরনের পরিষ্কার পোশাক ব্যবহার না করায় আলমের শরীরে ময়লা আটকে ছিল। এরপর স্বজনদের সঙ্গে দুপুরের খাবার দেওয়া হয়। তার আগে আলম ভিডিও কলে তার মেয়ের সঙ্গে কথা বলেন।

আলমকে নিতে আসা স্বজনরা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এক যুগের বেশি সময় ধরে আলম নুরকে খুঁজে ফিরছি। আগে এ ধরনের কোনও সমস্যা ছিল না তার। তিনি গৃহস্থালি কাজ করতেন। হঠাৎ করেই একদিন নিখোঁজ হন। ধারণা ছিল চলে আসবেন। সেই চলে আসা এভাবে বছরের পর বছর কেটে যাবে তা কোনোভাবেই বুঝতে পারিনি।’

তারা জানান, মানসিকভাবে সে রকমের কোনও সমস্যা ছিল না আলমের। তাকে ফিরে পেয়ে স্বজনরা উজিরপুর থানার ওসি থেকে শুরু করে প্রতিটি পুলিশ সদস্যের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
১৫ দিন ধরে নিখোঁজ বৃদ্ধ আবু তাহের, সন্ধান চায় পরিবার
৬৩ বছর আগে নিরুদ্দেশ হয়েছিলেন, অবশেষে মিললো সন্ধান
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রী কুড়িল থেকে উদ্ধার
সর্বশেষ খবর
প্রথম রবিবারের ভাষণে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন পোপ লিও
প্রথম রবিবারের ভাষণে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন পোপ লিও
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল
শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব বিটুসহ কারাগারে ৩
শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব বিটুসহ কারাগারে ৩
অতিরিক্ত ঘাম কমাতে এই ১১ টিপস মেনে চলুন
অতিরিক্ত ঘাম কমাতে এই ১১ টিপস মেনে চলুন
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো