X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

চেয়ারম্যানের নেতৃত্বে আওয়ামী লীগের দুই নেতাকে কুপিয়ে হত্যা

বরিশাল প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৪, ১৪:৩৭আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ২১:১২

বরিশালের উজিরপুরে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে দুই আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাতে উপজেলার সাতলা পশ্চিমপাড় সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

রবিবার (২৫ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ছিল। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিহতরা হলেন- সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি ইদ্রিস হাওলাদার (৪০) ও একই ওয়ার্ড কমিটির সদস্য ইদ্রিসের চাচাতো ভাই সাগর হাওলাদার (২৭)। এর মধ্যে ইদ্রিস হাওলাদার শনিবার রাতে এবং সাগর হাওলাদার রবিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইদ্রিস পশ্চিম সাতলা গ্রামের সোহরাব হাওলাদারের ও সাগর একই গ্রামের শাহাদাত হাওলাদারের ছেলে।

নিহত ব্যক্তিদের পরিবার ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহিন হাওলাদারের সঙ্গে সাতলা বাজারের ব্যবসায়ী ইদ্রিস হাওলাদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে গত ১৭ মার্চ শাহিন হাওলাদারের নেতৃত্বে ৫০-৬০ জন ইদ্রিস হাওলাদারের বাড়িতে ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ করেছিল। এ ঘটনায় ইদ্রিস একাধিক মামলা করেন। এসব মামলায় শাহিন হাওলাদার ও তার চাচাতো ভাই উজিরপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদ হাওলাদারকে গ্রেফতার করা হয়। এতে তাদের প্রতিহিংসা আরও বেড়ে যায়।

ইদ্রিসের ছোট ভাই জাকির হোসেন বলেন, ‌‘শনিবার শনিবার রাত ১১টার দিকে ইদ্রিস হাওলাদার তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে চাচাতো ভাই সাগর হাওলাদারের মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। সাতলা বড় ব্রিজের ঢাল অতিক্রমকালে হামলাকারীদের বেঁধে রাখা রশিতে বাধাগ্রস্ত হয়ে দুই ভাই ছিটকে সড়কে পড়ে যান। এ সময় আগে থেকে ওতপেতে থাকা হামলাকারীরা শাহিনের নেতৃত্বে ব্যবসায়ী ইদ্রিসকে কুপিয়ে পায়ের রগ কেটে দেয়। সাগর বাধা দিলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। তাদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ২টায় ইদ্রিস মৃত্যুবরণ করেন। সকালে মারা যান সাগরও।’

জাকির আরও বলেন, ‘গত ১৭ মার্চ গভীর রাতে ইদ্রিস হাওলাদারের মাছের ঘের, মুরগির খামার, পানির সেচ পাম্পে অগ্নিসংযোগ করে চেয়ারম্যান শাহিন হাওলাদার ও তার সন্ত্রাসী বাহিনী। এতে ইদ্রিসের কোটি টাকার ক্ষতি হয়। এ ঘটনায় মামলা হলে শাহিনকে জেল খাটতে হয়। সম্প্রতি শাহিন জামিনে বের হয়ে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এ ঘটনা ঘটিয়েছে। জাকিরকে চেয়ারম্যান করতে ৫০ লাখ টাকা দেন ইদ্রিস। ওই টাকা ফেরত না দিয়ে জাকিরের ব্যবসার দিকে চোখ পড়ে তার। বিশেষ করে মাছের ঘের দখলে মরিয়া ছিলেন শাহিন।’

অভিযোগের বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত শাহিন হাওলাদার ও আসাদ হাওলাদারের মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়ে বন্ধ পাওয়া যায়।

উজিরপুর মডেল থানার ওসি জাফর আহমেদ জানিয়েছেন, একটি মাছের ঘের নিয়ে বিরোধের কারণে এই জোড়া হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে। লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ‍এ ঘটনায় মামলা হবে।’

/এফআর/
সম্পর্কিত
জুলাই অভ্যুত্থানে ছাত্র নিহতের মামলার আসামি মৃত দুই আওয়ামী লীগ নেতা
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
সাবেক এমপির শ্যালক ও আ.লীগ নেতা রঞ্জু গ্রেফতার
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক