X
সোমবার, ২৬ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২

কুয়াকাটায় পর্যটকের ভিড়ে গতি ফিরছে ব্যবসা-বাণিজ্যে

কাজী সাঈদ, কুয়াকাটা
০২ নভেম্বর ২০২৪, ০৮:০০আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০৮:০০

পর্যটন নগরী কুয়াকাটায় পর্যটকদের আনাগোনা বেড়েছে। স্থবির হয়ে পড়া সব কর্মকাণ্ড স্বাভাবিক হয়ে ব্যস্ততা বেড়েছে পর্যটননির্ভর সব ব্যবসায়ীর। শীতের শুরুতেই পর্যটকের ভিড়ে ব্যবসা-বাণিজ্যে ফিরতে শুরু করছে গতি।

জানা গেছে, শুক্র-শনিবার সাপ্তাহিক ও শ্যামাপূজার ছুটিতে প্রাণচাঞ্চল্য ফিরেছে সাগরকন্যা কুয়াকাটায়। সৈকতের জিরো পয়েন্ট থেকে আশেপাশের এক কিলোমিটার জায়গাজুড়ে পর্যটকদের হৈ-হুল্লোড়। সমুদ্রের বুকে কেউ ঝাঁপিয়ে পড়ছেন কেউবা আবার দল বেঁধে সাতার কাটছেন। আনন্দ উপভোগের দৃশ্য স্মৃতিপটে ধারণের জন্য অনেকে ছবি তুলছেন।

অন্যদিকে পর্যটকদের আনাগোনা বাড়ায় ব্যস্ততা দেখা গেছে কুয়াকাটার সব রেস্তোরাঁসহ পর্যটননির্ভর সব ব্যবসা প্রতিষ্ঠানে। হোটেল-মোটেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের আবাসিক হোটেলে বুকিং ভালো আছে। পর্যটকদের উপস্থিতিতে স্বস্তি ফিরছে। তাদের আশা, পর্যটকদের এমন আনাগোনা থাকলে তাদের সংকট কেটে যাবে দ্রুত।

সৈকত লাগোয়া চা বিক্রেতা সোবাহান বলেন, বৃহস্পতিবার থেকে চোখে পড়ার মতো পর্যটক কুয়াকাটায় আসছেন। বিক্রি বাড়তে শুরু করছে।

ক্যামেরাম্যান আলমাস বলেন, গত সপ্তাহ থেকে মোটামুটি পর্যটক আসতে শুরু হয়েছে। আজ ভালোই পর্যটক বাড়ছে। আমরা সংকট কাটাতে পারবো।

কুয়াকাটায় পর্যটকের ভিড়ে গতি ফিরছে ব্যবসা-বাণিজ্যে

আচার বিক্রেতা ছগির বলেন, পর্যটকরা এখন বেশি কেনেন না। শুধুই ঘুরে চলে যান। তবে আগের চেয়ে বিক্রি বেড়েছে।

সৈকত লাগোয়া খাবার হোটেলর মালিক সেলিম মিয়া বলেন, বর্ষা সিজনে বিক্রি খুবই খারাপ ছিল। বৃহস্পতিবার থেকে ভালোই বিক্রি করতে পারছি। শুক্রবার আরও বেড়েছে। এখন আমাদের দুশ্চিন্তা কাটবে।

সৈকত লাগোয়া কাপড় ব্যবসায়ী জলিল বলেন, বেচাবিক্রি নাই বিগত দেড় মাস ধরে। এখন কিছু পর্যটকদের আনাগোনা বাড়ছে। আশা করছি, দ্রুতই স্বরূপে ফিরবে আমাদের ব্যবসা-বাণিজ্য।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসেসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, বাড়তে শুরু করছে পর্যটক। আশা করছি, এখন থেকে আর পর্যটক খরায় পড়তে হবে না। দেশের রাজনৈতিক পরিস্থিতি ঠিক হচ্ছে, তার সঙ্গে পর্যটকের আগমন ঘটেছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পুলিশ সুপার এ কে আজাদ বলেন, দেশের চলমান অস্থিরতা কেটে যাওয়ায় পর্যটক বাড়ছে কুয়াকাটায়। আমরা পর্যটকদের নিরাপত্তা জোরদার করেছি।

/এফআর/
সম্পর্কিত
নানা কারণে স্থবির খাগড়াছড়ির পর্যটন, ক্ষতির মুখে হোটেল ও পরিবহন
এয়ার টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে আটাবের প্রতিবাদ
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
সর্বশেষ খবর
বাড্ডায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে বিএনপি নেতা নিহত
বাড্ডায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে বিএনপি নেতা নিহত
দাবি-দাওয়ায় বিপর্যস্ত রাজধানী, সেবা কার্যক্রমে স্থবিরতা
দাবি-দাওয়ায় বিপর্যস্ত রাজধানী, সেবা কার্যক্রমে স্থবিরতা
মগবাজারে দিনে-দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে যুবকের ব্যাগ ছিনতাইয়ের ভিডিও ভাইরাল
মগবাজারে দিনে-দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে যুবকের ব্যাগ ছিনতাইয়ের ভিডিও ভাইরাল
টসের ১০ মিনিট আগে পাকিস্তানে এসে লাহোরকে চ্যাম্পিয়ন করলেন রাজা
টসের ১০ মিনিট আগে পাকিস্তানে এসে লাহোরকে চ্যাম্পিয়ন করলেন রাজা
সর্বাধিক পঠিত
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বিক্ষোভে উত্তাল সচিবালয়
বিক্ষোভে উত্তাল সচিবালয়
সরকারি চাকরি অধ্যাদেশ জারি
সরকারি চাকরি অধ্যাদেশ জারি