X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

শের-ই-বাংলা মেডিক্যাল হাসপাতালের পরিচালকের দায়িত্ব নিলেন ব্রিগেডিয়ার জেনারেল মশিউল

বরিশাল প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৪, ১৭:৩০আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৭:৩০

বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে দায়িত্ব বুঝে নেন তিনি। এ কে এম মশিউল মুনীর এই হাসপাতালের ৬৮তম পরিচালক।

দায়িত্ব নেওয়ার সময়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাসপাতালের উপপরিচালক ডা. এস এম মনিরুজ্জামান, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাহামুদ হাসান, সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. মো. রেজওয়ানুর আলম ও সিনিয়র স্টোর অফিসার ডা. আবদুল মোনায়েমসহ চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে গত ৭ নভেম্বর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীরকে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে হাসপাতালের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়।

এ কে এম মশিউল মুনীর রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করে সেনাবাহিনীর মেডিক্যাল কোরে যোগ দেন। তিনি হাসপাতাল ব্যবস্থাপনায় স্নাতকোত্তর এবং এমফিল ও দুর্যোগ ব্যবস্থাপনায় মাস্টার্স সম্পন্ন করেন। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে যোগ দেওয়ার আগে ঢাকা, বগুড়া ও রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক পদে সেনাবাহিনীর একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ইন্টার্ন চিকিৎসক ও মেডিক্যাল শিক্ষার্থীরা। হাসপাতালে চিকিৎসা থেকে শুরু করে পদে পদে দুর্নীতি বন্ধ, চিকিৎসার ক্ষেত্রে অব্যবস্থাপনা দূর করে গরিব-অসহায় রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই দাবি তুলেছেন তারা। এই দাবির পক্ষে হাসপাতাল ক্যাম্পাসে ব্যানার ও পোস্টার সাঁটিয়েছেন মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। একইসঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের পাঁচ সদস্যের একটি দল গত ১ অক্টোবর স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবির কথা তুলে ধরেন। সেই দাবির পরিপ্রেক্ষিতে একজন ব্রিগেডিয়ার জেনারেলকে পরিচালক পদে নিয়োগ দেয় সরকার।

/এএম/ 
সম্পর্কিত
মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ-হত্যা মামলায় ৩ চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ
মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় নিয়োজিত চিকিৎসক দলকে সংবর্ধনা
সেনাপ্রধানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সর্বশেষ খবর
রুয়ান্ডা ও কঙ্গোর সঙ্গে বিলিয়ন ডলারের খনিজসম্পদ চুক্তি করবে যুক্তরাষ্ট্র
রুয়ান্ডা ও কঙ্গোর সঙ্গে বিলিয়ন ডলারের খনিজসম্পদ চুক্তি করবে যুক্তরাষ্ট্র
খালেদা জিয়া সোমবার সকালে ঢাকায় পৌঁছাবেন: মির্জা ফখরুল
খালেদা জিয়া সোমবার সকালে ঢাকায় পৌঁছাবেন: মির্জা ফখরুল
সকালের নাস্তায় ঝটপট এই পদ বানিয়ে ফেলা যায়
সকালের নাস্তায় ঝটপট এই পদ বানিয়ে ফেলা যায়
ডাকাতির নাটক সাজিয়ে যুবককে ডেকে এনে পিটিয়ে হত্যার অভিযোগ
ডাকাতির নাটক সাজিয়ে যুবককে ডেকে এনে পিটিয়ে হত্যার অভিযোগ
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী