X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

যুবদল নেতার ওপর হামলার ঘটনায় থানা ঘেরাওয়ের ঘোষণা

কুয়াকাটা প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১১আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১১

পটুয়াখালীর মহিপুর থানা ঘেরাও করার ঘোষণা দিয়েছেন যুবদলের নেতারা। বাংলাভিশনের সাংবাদিক ও কুয়াকাটা পৌর যুবদলের সদস্যসচিব জহিরুল ইসলাম মিরনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধনে এ ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কুয়াকাটা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম ও কুয়াকাটা পৌর যুবদলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামি, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ, পৌর যুবদলের সভাপতি কাজী ফারুক, যুগ্ম আহ্বায়ক গাজী হানিফ, শ্রমিক দলের আহ্বায়ক মানিক ফকির, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রেদোয়ানুল ইসলাম রাসেল, পৌর ছাত্রদলের সদস্যসচিব নেছার উদ্দিন হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় যুবদলের নেতারা সাংবাদিক জহিরুল মিরনের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় মহিপুর থানা ঘেরাও করার কর্মসূচির দেবেন বলেও জানান বক্তারা।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘আসামি শনাক্তে আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই তাদের আইনের আওতায় আনতে পারবো।’

প্রসঙ্গত, জহিরুল ইসলাম মিরন গত ৪ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুয়াকাটার তুলাতলীসংলগ্ন তার নিজ বাসার সামনে সন্ত্রাসী হামলার শিকার হন। পরে আহতাবস্থায় উদ্ধার করে তাকে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ব্যবসায়ীর বাসায় গুলি: যুবদল নেতা হাসান মাহমুদ মাদকসহ গ্রেফতার
নীতি প্রণয়নে তরুণদের সম্পৃক্ত করতে বিএনপির কর্মসূচি শুরু শুক্রবার
নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবি
সর্বশেষ খবর
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার