X
সোমবার, ১৩ মে ২০২৪
২৯ বৈশাখ ১৪৩১

হলমার্ক কেলেঙ্কারি: সোনালী ব্যাংকের সাবেক এজিএম গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৭, ২০:০২আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ২০:৪৪


সাবেক এজিএম মো. কামরুল হোসেন বহুল আলোচিত হলমার্ক কেলেঙ্কারি মামলায় আত্মগোপনকারী সোনালী ব্যাংকের সাবেক এজিএম মো. কামরুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াধারি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।



মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) মো. শহীদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ  মঙ্গলবার ভোরে সোর্সের তথ্যের ভিত্তিতে মতলব দক্ষিণ থানা পুলিশ সোনালী ব্যাংকের সাবেক এজিএম কামরুল হোসেন খানের বাড়ি বেরিকেট দেয়। এ সময় কামরুল ইসলাম তার অন্য ভাইদের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে মিটিং করছিলেন। এজিএম কামরুল ইসলাম ও তার অন্য ভাইদের চেহারা প্রায় একই রকম হওয়ায় পুলিশ বিব্রত হয়ে পড়ে। চারজনের মধ্যে সন্দেহজনক একজনকে আটকের পর কামরুল ইসলাম নিজের পরিচয় দেন। পরে বাকিদের ছেড়ে দিয়ে পুলিশ কামরুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ১৯টি মামলা রমনা থানায় দায়ের করা হয় এবং এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আত্মগোপনে থাকার কারণে তাকে এতোদিন গ্রেফতার করা যায়নি।

মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) মো. শহীদুল ইসলাম জানান, আটক ব্যক্তি জানিয়েছেন তিনি সোনালী ব্যাংকের সাবেক এজিএম-এর দায়িত্বে ছিলেন। তিনি গোপনে বাড়িতে আসা যাওয়া করতেন। তাকে আজ ভোরে সোর্সের তথ্যের ভিত্তিতে আটক  করা হয়। দুপুরে তাকে চাঁদপুরের আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/বিটি/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রোহিঙ্গা সংকট সমাধানের উপায় খুঁজতে আশ্রয় শিবিরে সংসদীয় স্থায়ী কমিটি
রোহিঙ্গা সংকট সমাধানের উপায় খুঁজতে আশ্রয় শিবিরে সংসদীয় স্থায়ী কমিটি
আইনের শাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা ব্যাপক: তথ্য প্রতিমন্ত্রী
আইনের শাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা ব্যাপক: তথ্য প্রতিমন্ত্রী
মানুষের কাছে সঠিক খবর পৌঁছে দিতে বাংলা ট্রিবিউনের প্রচেষ্টা প্রশংসনীয়: স্পিকার
মানুষের কাছে সঠিক খবর পৌঁছে দিতে বাংলা ট্রিবিউনের প্রচেষ্টা প্রশংসনীয়: স্পিকার
রুম দখল নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
রুম দখল নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
সর্বাধিক পঠিত
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা